Home বিনোদন সোশ্যাল মিডিয়ায় ‘ইষ্টিকুটুম’ খ্যাত রনিতা কী বার্তা দিলেন? ওয়েব সিরিজ মাতঙ্গীতে দেখা...

সোশ্যাল মিডিয়ায় ‘ইষ্টিকুটুম’ খ্যাত রনিতা কী বার্তা দিলেন? ওয়েব সিরিজ মাতঙ্গীতে দেখা যাবে অভিনেত্রীকে

বাংলা টেলিভিশনের এক সময় জনপ্রিয় নায়িকা হলেন রনিতা দাস। রনিতাকে বাংলা টেলিভিশনের দর্শক বাহামনি বলেই চেনেন। তার কারণ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’ থেকেই রনিতা জনপ্রিয়তা লাভ করে।

বাংলা টেলিভিশনের এক সময় জনপ্রিয় নায়িকা হলেন রনিতা দাস। রনিতাকে বাংলা টেলিভিশনের দর্শক বাহামনি বলেই চেনেন। তার কারণ স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’ থেকেই রনিতা জনপ্রিয়তা লাভ করে।

জনপ্রিয় সিরিয়াল ইষ্টি কুটুমের মুখ্য চরিত্র হওয়া সত্ত্বেও হঠাৎই সিরিয়াল ছেড়েছিলেন বাহামণি ওরফে রণিতা দাস। কিন্তু তাতে তাঁর জনপ্রিয়তা এতটুকুও কমেনি।

অভিনেত্রীর পাশাপাশি রণিতা দাস একজন জনপ্রিয় কত্থক ডান্সার। তাঁর নাচ মুগ্ধ করে ভক্তদের। কিন্তু, জীবনের অনেকটা সময় ওই নাচ থেকেই দূরে থাকতে হয়েছে রণিতাকে।

পড়ুন: বি-টাউনের অন্দরে সবসময় কী কেলেঙ্কারি ঘটে? জানালেন নোরা

সেটা কতটা বেদনাদায়ক ছিল সেই গল্পই ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। রুপোলি দুনিয়ার তারকাদের গ্ল্যামারাস লাইফের পিছন লুকিয়ে থাকে অনেক অজানা দুঃখের কাহিনি। ঠিক যেমনটা শেয়ার করলেন ইষ্টি কুটুম খ্যাত রণিতা দাস।

মনের জোর আর ইচ্ছে থাকলে যে প্যাশন আর ভালোবাসাকে জয় করা যায় সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন টলিউডের গ্ল্যাম ডল রণিতা দাস। এই মুহূর্তে আপকামিং বাংলা সিরিজে মাতঙ্গীতে কাজ করছেন তিনি।

প্রসঙ্গত অভিনেত্রী যখন ‘ইষ্টিকুটুম’ করার পরে বেশ কয়েক বছর অভিনয় জগতে ছিলেন না তখন শোনা গেছিল তিনি অভিনয় ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তারপরে আবার তিনি অভিনয় জগতে ফিরে আসেন। তবে বেশ কয়েক বছর পর অভিনয় থেকে সরে যান। এই নিয়ে রনিতা একবার এক সংবাদমাধ্যমকে বলেছিলেন, নিজের শারীরিক সমস্যার কারণে অভিনয় ছেড়েছেন। তাঁর মেরুদন্ডে ব্যাথা ও ওভারিতে সমস্যা রয়েছে। এই ধরণের সমস্যা নিয়ে তাঁর পক্ষে ঘণ্টার পর ঘণ্টা শ্যুটিং করা সম্ভব নয়।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version