মিস ইউনিভার্স বুয়েনেস আইরেস ২০২৪ হলেন ষাট বছর বয়সী আলেকজান্দ্রা মারিসা রদ্রিগেজ। সৌন্দর্যের সমস্ত স্টিরিওটাইপ ধারণাগুলোকে ভেঙে দিয়েছেন তিনি। ইতিহাস তৈরি করেছেন পেশায় আইনজীবী ও সাংবাদিক রদ্রিগেজ। ষাট বছর বয়সে তিনিই প্রথম মহিলা যিনি এই পুরস্কার পেলেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বয়সসীমা অপসারণের পরই তাঁর এই জয় এসেছে।
এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।
জয়ের পর রদ্রিগেজ বলেন, ‘আমি এই সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে রোমাঞ্চিত। কারণ আমার নতুন একটি উদাহরণ তৈরি করতে পেরেছি যা নারীদের শুধু শারীরিক সৌন্দর্য নয় এবং মূল্যবোধকেও গুরুত্ব দেয়।’
আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ সম্পর্কে কিছু তথ্য
১. আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের রাজধানী শহর লা প্লাটার বাসিন্দা।
২. তিনি একজন আইনজীবী এবং একজন সাংবাদিক।
৩. তিনি মিস ইউনিভার্স বুয়েনস আইরেস ২৯২৪ বিজয়ী। মে মাসে মিস ইউনিভার্স আর্জেন্টিনা প্রতিযোগিতায় বুয়েনস আইরেসের প্রতিনিধিত্ব করবেন তিনি। বর্তমানে জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদি তিনি জয়ী হন তবে তিনি মেক্সিকোতে বিশ্বসুন্দরী বিশ্ব প্রতিযোগিতায় অংশ নেবেন।
৪. ভ্রমণের প্রতি তার ভালবাসা তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলের মাধ্যমে স্পষ্ট হয়। নানা দুঃসাহসিক কাজকর্মেও তিনি অংশ নেন।
৫. রদ্রিগেজ একজন বিড়াল প্রেমী।