Homeবিনোদনহাই কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন

হাই কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন

প্রকাশিত

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া অভিনেতা অল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলঙ্গানা হাই কোর্ট। শুক্রবার আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের শর্তে জামিন মঞ্জুর করে।

এর আগে, নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চ সেই আবেদনে সাড়া দিয়ে অল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেতা অল্লু অর্জুন-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। শুক্রবার সকালে অল্লুকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়।

বিচারপতি জে শ্রীদেবী মামলার শুনানিতে বলেন, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা থাকলেও অভিযুক্তকে সরাসরি দোষী বলা যায় না। যে ধারাগুলির আওতায় মামলা করা হয়েছে, সেগুলির প্রয়োগ যথার্থ নয়। অভিনেতার ব্যক্তিগত অধিকারে হস্তক্ষেপ করা উচিত নয় এবং নাগরিক হিসেবে তাঁরও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।

অল্লু অর্জুন ছাড়াও বাকি অভিযুক্তরাও অন্তর্বর্তী জামিন পেয়েছেন। তবে মামলার তদন্ত চলাকালীন তাঁদের আদালতের সমস্ত শর্ত মেনে চলতে হবে বলে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

এই মামলায় পরবর্তী শুনানিতে তদন্ত রিপোর্ট এবং অন্যান্য নথিপত্র আদালতে পেশ করবে পুলিশ। বিচার চলাকালীন অভিযুক্তদের সমস্ত তদন্ত কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুন

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

ভারতে এল এআই ফিচার সহ স্যামসাঙের Galaxy Tab S10, দাম কত থেকে শুরু?

স্যামসাঙ লঞ্চ করল নতুন Galaxy Tab S10 Lite। 6GB/8GB RAM, বড়ো ডিসপ্লে, 8,000mAh ব্যাটারি, S Pen ও AI ফিচার সহ মিলবে এই ট্যাবলেট। দাম ২০-২২ হাজার টাকার মধ্যে।

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।