Homeবিনোদন৪ঘণ্টায় ২৫ লক্ষ, সইফের মতো সাধারণ পলিসিধারীদের ক্ষেত্রে দ্রুত ক্যাশলেস বিমার অনুমোদন...

৪ঘণ্টায় ২৫ লক্ষ, সইফের মতো সাধারণ পলিসিধারীদের ক্ষেত্রে দ্রুত ক্যাশলেস বিমার অনুমোদন চেয়ে আইআরডিএআই-কে চিঠি

প্রকাশিত

সেলিব্রিটি ও সাধারণ পলিসিধারীদের মধ্যে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে ১৪,০০০ সদস্য বিশিষ্ট অ্যাসোসিয়েশন অফ মেডিক্যাল কনসালট্যান্টস (AMC)। সম্প্রতি অভিনেতা সইফ আলি খানের জন্য মাত্র চার ঘণ্টার মধ্যে ২৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিৎসার অনুমোদন মেলার ঘটনায় ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI)-র কাছে অভিযোগ জানিয়েছে AMC।

AMC-র অভিযোগ

AMC-র মতে, সেলিব্রিটি এবং কর্পোরেট পলিসিধারীরা সাধারণ পলিসিধারীদের তুলনায় বেশি সুবিধা পান। AMC-র একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, “সইফ আলি খানের মতো সেলিব্রিটিরা দ্রুত ও উচ্চ সীমার ক্যাশলেস চিকিৎসা সুবিধা পান, অথচ সাধারণ মানুষকে স্বল্প পরিমাণ সুরাহার জন্য লড়াই করতে হয়।”

একজন প্রবীণ শল্যচিকিৎসক বলেন, “চার ঘণ্টার মধ্যে ২৫ লক্ষ টাকার অনুমোদন সাধারণত দেখা যায় না। অধিকাংশ ক্ষেত্রে প্রথমে ৫০ হাজার টাকা অনুমোদিত হয়। সাধারণ রোগীদের ক্ষেত্রে অনুমোদনের প্রক্রিয়া দীর্ঘায়িত হয়, বিশেষত মেডিকো-লিগ্যাল কেসে।”

AMC-র দাবি

AMC-এর মেডিকো-লিগ্যাল সেলের প্রধান ডঃ সুধীর নাইক বলেন, “আমরা কর্পোরেট হাসপাতাল বা সেলিব্রিটিদের বিরুদ্ধে নই। আমরা সাধারণ রোগীদের জন্য একই ধরনের সুবিধা চাই। সমস্ত পলিসিধারীদের সমান অধিকার থাকা উচিত।”

AMC আরও জানায়, এই ঘটনার মাধ্যমে স্বাস্থ্যবিমার অনুমোদন প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব স্পষ্ট হয়েছে। তাঁরা দাবি করেছেন, IRDAI যেন এই ঘটনা তদন্ত করে এবং সমস্ত পলিসিধারীর জন্য ন্যায্য সিস্টেম তৈরি করে।

নার্সিংহোম মালিকদের সমস্যার কথা

AMC-র বেশ কিছু সদস্য, যাঁরা নার্সিংহোম পরিচালনা করেন, জানান যে তাঁরা ক্যাশলেস পরিষেবা দিতে সক্ষম নন অথবা দিতে বাধ্য হলেও খুবই কম খরচে পরিষেবা দিতে হয়। AMC-র এক সদস্য বলেন, “কর্পোরেট হাসপাতালে যে পদ্ধতির জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হয়, নার্সিংহোমে সেই একই পদ্ধতির খরচ বীমা সংস্থা অস্বীকার করে। এর ফলে সাধারণ রোগীদের জন্য নার্সিংহোমের সাশ্রয়ী বিকল্প বন্ধ হতে বসেছে।”

AMC-র আবেদন

AMC স্পষ্ট করেছে যে স্বাস্থ্যবিমার লক্ষ্য সুরক্ষা দেওয়া, বৈষম্য তৈরি করা নয়। সেলিব্রিটি এবং সাধারণ পলিসিধারীদের মধ্যে বৈষম্য একটি দুই-স্তরীয় ব্যবস্থা তৈরি করছে, যা সাধারণ মানুষের অধিকারকে খর্ব করছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাসে ‘ধুরন্ধর’, বলিউডে নতুন রেকর্ড

রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ মুক্তির মাত্র ৩০ দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে ₹৮০০ কোটির মাইলফলক ছুঁয়ে ইতিহাস তৈরি করল। বলিউডে এই নজির প্রথম।