অভিনেত্রী ফাতিমা সানা শেখকে কি বিয়ে করেছেন আমির খান? জোর জল্পনা বলিপাড়ায়। ২০২১-এর জুলাই মাসে বিবাহ বিচ্ছেদ নিয়ে বিবৃতি দেন আমির ও তাঁর প্রাক্তন স্ত্রী কিরণ রাও। তার আগে থেকেই অবশ্য কানাঘুষো শোনা যাচ্ছিল, আমিরের ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে সম্পর্ক আছে তাঁর। তাঁদের দু’জনের কিছু ছবি রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। অনেকেরই অনুমান, সানার সঙ্গে নাকি নিকাহ সেরে ফেলেছেন আমির।
‘দঙ্গল’ ছবিতে আমির ও ফাতিমা একসঙ্গে কাজ করেছেন। সেখানে আমির-কন্যার চরিত্রে দেখা যায় ফাতিমাকে। বলি অন্দর সূত্র বলছে, তখন থেকেই নাকি সম্পর্ক তৈরি হয় আমির-ফাতিমার। কেবল ‘দঙ্গল’ নয়, ‘থাগস অফ হিন্দুস্থান’ ছবিতেও তাঁরা একসঙ্গে কাজ করেছেন।
বৃহস্পতিবার কমল খান টুইট করে লেখেন, ‘ফতিমাকে বিয়ে করতে চলেছেন আমির খান। দঙ্গল ছবির শুটিংয়ের সময় থেকে ফতিমাকে ডেট করছেন আমির। এইবার বিয়ে।‘
কমল আর খানের এই টুইটের পরই বলিউড জুড়ে রটেছে চলতি বছরের শেষের দিকেই নাকি বিয়ে করবেন আমির ও ফতিমা। খুব শীঘ্রই নাকি এই বিয়ে নিয়ে প্রকাশ্য়ে জানাবেন তিনি। তবে আপাতত, এই নিয়ে মুখ খুলতে চাননি আমির ও ফতিমা কেউ-ই।
শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেন ফাতিমা। কমল হাসান ও তব্বুর মেয়ের চরিত্রে ‘চাচি ৪২০’ ছবিতে তাঁর অভিনয় আসমুদ্র হিমাচল মন জয় করেছিল দর্শকের।
তারপর লেখাপড়ায় মন দিতে শুরু করেন ফাতিমা। স্কুল জীবন, শৈশবকে উপভোগ করতেই বিরতি নিয়েছিলেন ফাতিমা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন