Homeবিনোদনচিরঞ্জীবীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অমিতাভ বচ্চন, আবেগে ভাসলেন দুই...

চিরঞ্জীবীর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন অমিতাভ বচ্চন, আবেগে ভাসলেন দুই তারকাই

প্রকাশিত

চলতি মাসেই ৮২ বছরে পা দিয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন । তবে এখনও তিনি কাজের মধ্য়েই রয়েছেন। সোমবার হায়দরাবাদে অক্ষয়েনী নাগেশ্বর রাও-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এএনআর ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জীবীকে সম্মানিত করলেন অমিতাভ বচ্চন। পুরস্কার প্রদানের আগে চিরঞ্জীবীর প্রশংসায় বক্তব্য রাখেন অমিতাভ। এই সম্মানজনক অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানোর জন্য নাগার্জুন এবং তাঁর পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন।

অমিতাভ বলেন, “আমার প্রিয় বন্ধু এবং সহকর্মী চিরঞ্জীবীকে সম্মান জানানোর জন্য আমাকে বেছে নেওয়া হয়েছে। এর জন্য আমি সত্যিই সম্মানিত বোধ করছি। যখনই আমি তাকে ডাক দিই, সে সবসময় পাশে থাকে। চিরঞ্জীবী ও নাগকে ধন্যবাদ, আমাকে তোমাদের ছবিতে অংশ দেওয়ার জন্য। আমাকে তেলুগু চলচ্চিত্র শিল্পের সদস্য হিসেবে গ্রহণ করার জন্য ধন্যবাদ ভৈজয়ন্তী ফিল্মস ও নাগ অশ্বিনকে। এখন আমি গর্বিতভাবে বলতে পারি যে আমিও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য।”

এই অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে চিরঞ্জীবীর মায়ের আশীর্বাদ নিতে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়।

অমিতাভ আরও বলেন, “ধন্যবাদ চিরঞ্জীবী, তোমার বন্ধুত্ব, ভালোবাসা, আতিথেয়তা এবং বিনয় আমাকে মুগ্ধ করেছে। তুমি আজ এত খাবার পাঠিয়েছ যে আমি পুরো হোটেলকেই খাইয়ে দিতে পারতাম। আমাকে তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সদস্য হিসেবে মনে করো। ধন্যবাদ।”

পুরস্কার গ্রহণের সময় চিরঞ্জীবী আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অমিতাভের পায়ে হাত দিয়ে তার আশীর্বাদ নেন। এই মুহূর্তটি উপস্থিত সকলকে আবেগে আপ্লুত করে।

কাজের ক্ষেত্রে, সম্প্রতি প্রভাস অভিনীত কল্কি ২৮৯৮ এডি চলচ্চিত্রে দেখা গেছে অমিতাভ বচ্চনকে। ছবিটি ব্যাপক বাণিজ্যিক সাফল্য পেয়েছে এবং ভারতীয় সিনেমার অন্যতম সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হয়ে উঠেছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

মহানগরীতে কালীপুজো: আলোকচিত্রীর ক্যামেরায়  

খবরঅনলাইন ডেস্ক: পঞ্জিকামতে সোমবার দুপুর ২টো ৫৭ মিনিট গতে শুরু হয়েছে অমাবস্যা, চলবে মঙ্গলবার...

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

আরও পড়ুন

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

‘কান্তারা: চ্যাপ্টার ১’ ঝড়! প্রথম সপ্তাহেই আয় ৫০৯ কোটি, আইএমডিবি র‌্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে ঋষভ শেট্টি

ঋষভ শেট্টির বহুল প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: চ্যাপ্টার ১’ মুক্তির পর প্রথম সপ্তাহেই বক্স অফিসে...