অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান স্বীকার করলেন, গত আট বছরে বলিউডে তাঁর কাজ ক্রমশ কমে এসেছে। বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রহমান নিজের দীর্ঘ সঙ্গীতজীবন, বলিউডের পরিবর্তন, প্রযুক্তির প্রভাব এবং সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেন।
সাক্ষাৎকারে রহমান জানান, নিতেশ তিওয়ারির আগামী ছবি রামায়ণ–এর সঙ্গীত তিনি কম্পোজ় করেছেন। ভিন্ন ধর্মের হয়েও এই ছবিতে কাজ করা নিয়ে ওঠা প্রশ্নেরও জবাব দেন তিনি। পাশাপাশি, গত বছর মুক্তি পাওয়া ছাওয়া ছবির সঙ্গীত নিয়েও কথা বলেন রহমান। ওই ছবি ইতিহাস বিকৃতি ও বিভাজনমূলক বলে সমালোচিত হয়েছিল এবং মহারাষ্ট্রের কিছু এলাকায় হিংসাও ছড়িয়েছিল।
রহমান জানান, নতুন প্রজন্ম আজ আবার তাঁর পুরনো সৃষ্টির সঙ্গে পরিচিত হচ্ছে। সম্প্রতি অ্যানিমাল ছবিতে ব্যবহৃত রোজা–র বিখ্যাত গান ‘ছোট্টি সি আশা’ নতুন করে ইনস্টাগ্রাম ও টিকটকে ট্রেন্ড করছে। এই প্রসঙ্গে রহমান বলেন, “এটা নস্টালজিক। ৩৩ বছর আগে তৈরি করা সঙ্গীত আজ নতুন জীবন পাচ্ছে।”
নিজের শুরুর দিনের লড়াইয়ের কথাও তুলে ধরেন রহমান। ‘রোজা’ ছবির সঙ্গীত তৈরির সময় আর্থিক টানাপোড়েন, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং হতাশার কথাও তিনি জানান। তাঁর কথায়, “ফিল্মে কাজ করে খুব কম পারিশ্রমিক পেতাম। কিন্তু বুঝেছিলাম, আমি ধীরে ধীরে নিজেকে গড়ে তুলছি।”
রহমান আরও বলেন, ডলবি ও ডিটিএস প্রযুক্তির আগমন তাঁর সঙ্গীতজীবন বদলে দেয়। উন্নত সাউন্ড প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করার সুযোগই তাঁকে আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কারের পথে নিয়ে যায়। হতাশা থাকলেও সময়ের সঙ্গে সব বদলে যায়—এটাই তাঁর সঙ্গীত সফরের সবচেয়ে বড় শিক্ষা।
