Homeবিনোদনচেন্নাইয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এআর রহমান, হতে পারে অ্যাঞ্জিওগ্রাম

চেন্নাইয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এআর রহমান, হতে পারে অ্যাঞ্জিওগ্রাম

প্রকাশিত

বুকের ব্যথা অনুভব করার পর রবিবার সকালে চেন্নাইয়ের গ্রিমস রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন প্রখ্যাত সংগীত পরিচালক এআর রহমান। সূত্রের খবর, সকাল ৭.৩০ নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রহমানের ইসিজি (ECG) ও ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram) করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি, এবং সম্ভাব্য অ্যাঞ্জিওগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২০২৪ সালের নভেম্বর মাসে এআর রহমান ও তাঁর প্রাক্তন স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা করেন। সায়রা জানান, তাঁর শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে তিনি এখনও রহমানকে সব ধরনের সমর্থন জানাবেন। তাঁদের তিন সন্তান— রাহিমা, খতিজা ও আমিন।

এআর রহমানের হাত ধরে চলতি বছর মুক্তি পেয়েছে দুটি ছবি— তামিল চলচ্চিত্র ‘কাধলিকা নেরামিল্লাই’ এবং ‘ছাভা’। এছাড়া আরও বেশ কিছু বহুভাষিক প্রকল্পের কাজ চলছে তাঁর তত্ত্বাবধানে।

বিশেষত, মণি রত্নম পরিচালিত ‘থাগ লাইফ’ ছবির সংগীত পরিচালনা করছেন তিনি, যেখানে অভিনয় করছেন কমল হাসান। ছবিটি আগামী ১০ জুন মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া, রহমানের আসন্ন প্রকল্পগুলির তালিকায় রয়েছে— ‘লাহোর ১৯৪৭’, ‘তেরে ইশ্‌ক মে’, ‘রামায়ণ’ সিরিজ, রাম চরণের ‘RC 16’ এবং ‘গান্ধী টকস’

রহমানের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ভক্তরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। সংগীতপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা জানাচ্ছেন, যাতে কিংবদন্তি এই সুরকার শীঘ্রই সুস্থ হয়ে কাজে ফিরতে পারেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।