অরিজিতের সুরেলা গানের গলায় মজেছেন দেশ-বিদেশের কোটি কোটি শ্রোতারা। অরিজিৎ সিং-এর এমন জনপ্রিয়তার দৌলতেই বছরের বিভিন্ন সময় তিনি দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় কনসার্ট করেন। তাঁর কনসার্ট দেখার জন্য উপচে পড়তে দেখা যায় হাজার হাজার অনুরাগীদের।
তবে এই ঘটনা তিনি বহুকাল আগে থেকেই করছেন। তিনি তার বাড়ির সামনে জল, নকুলদানা রাখেন। তবে এতদিন ধরে তা সামনে আসেনি। সম্প্রতি ইউটিউবার, ভ্লগাররা আবিষ্কার করেন এই ঘটনা। এরপর সকলের সামনে তুলে ধরেন।
প্রতিদিনই না কি অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে রাখা থাকে জলের পাত্র ও নকুলদানা। ভূমিপুত্র হিসেবে জিয়াগঞ্জের মানুষের প্রতি তাঁর যে ভালোবাসা, তা কারও অজানা নয়৷
পড়ুন: প্রকাশ্যে এল দ্রৌপদী ছবির ফার্স্টলুক, মুখ্য ভূমিকায় রুক্মিণী
অন্যদিকে, গায়কের বাবাও একজন খাঁটি মানুষ৷ দুস্থ মানুষদের বিনামূল্যে খাবার বিলি করেন অরিজিতের বাবা কক্কর সিং। জিয়াগঞ্জে ‘হেঁশেল’ নামে তাঁদের একটি রেস্তোরাঁও আছে৷ সেখানে সামান্য কিছু টাকায় মেলে ভরপেট খাবার৷ তবে এইবার গায়কের বাড়ির সামনে নকুলদানা, জল দেখে নতুন করে আবেগে ভাসলেন ভক্তরা৷ তাঁরা বলছেন- ‘একটাই তো মন, আর কতবার জিতবেন দাদা?’
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us