Home বিনোদন আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

খবর অনলাইন ডেস্ক: দীপাবলীর আলো ম্লান করে দিল এক দুঃসংবাদ। সোমবার বিকেল ৪টে নাগাদ প্রয়াত হলেন বলিউডের প্রখ্যাত কৌতুকাভিনেতা আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ রোগভোগের পর মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকস্তব্ধ বলিউড ও তাঁর অসংখ্য ভক্ত।

অভিনেতার ভাইপো অশোক আসরানি জানিয়েছেন, বিকেল ৪টা নাগাদ আসরানির মৃত্যু হয়। বলিউডে প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি রেখে গিয়েছেন এক অনন্য ছাপ। তাঁর প্রকৃত নাম গোবর্ধন আসরানি।

সত্তরের দশকে রমেশ সিপ্পির “শোলে” ছবিতে অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র ও আমজাদ খানের মতো তারকাদের পাশে থেকেও আসরানির “জেলর” চরিত্র দর্শকের মনে আজও অমর। সেই সংলাপ — “Hum Angrezon ke zamaane ke jailor hain” — এক সময় ঘরে ঘরে জনপ্রিয় হয়েছিল।

শুধু শোলে নয়, ‘চুপকে চুপকে’, ‘মেরে আপনে’, ‘বাওয়ার্চি’, ‘অভিমান’, ‘সরগম’— একের পর এক হিট ছবিতে তাঁর কৌতুকাভিনয় দর্শকদের মন জয় করেছে।

পাঁচ দশকের অভিনয় জীবনে প্রায় সাড়ে তিনশো হিন্দি ছবিতে অভিনয় করেছেন আসরানি। পাশাপাশি গুজরাটি ও টেলিভিশন ধারাবাহিকেও তিনি ছিলেন সমান সফল।

বলিউডের প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, জুহি চাওলা থেকে শুরু করে নবীন প্রজন্মের তারকারাও আসরানির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

চলচ্চিত্র জগতে এক যুগের অবসান ঘটালেন এই কিংবদন্তি কৌতুকাভিনেতা — যাঁর হাস্যরসের অভিনয় একসময়ে গোটা ভারতকে হাসিয়েছে, আজ সেই হাসির মানুষকেই হারাল বলিউড।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version