শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কবে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখবেন? দীর্ঘদিন ধরেই এই একটি প্রশ্ন শোনা যাচ্ছিল সিনেপ্রেমীদের মুখে মুখে।
তবে আরিয়ান ক্যামেরার সামনে না এসে বরং ক্যামেরার পেছনে থেকে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
চিত্রনাট্যকার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চান আরিয়ান। ইদানিং আরিয়ান খান ডুবে আছেন হলিউড ছবিতে। একের পর এক ছবি দেখছেন তিনি। জানা গিয়েছে, শাহরুখের সঙ্গে কথা বলে কয়েকটা ছবিও না কি বেছেও নিয়েছেন তিনি। সেই ছবিগুলোই হিন্দিতে রিমেক করতে চান বাবা ও ছেলে মিলে। জানা গিয়েছে, আরিয়ানের এই ইচ্ছেতে সবুজ সংকেত দেখিয়েছেন শাহরুখ।
এছাড়াও জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মেই না কি দেখা যাবে আরিয়ানের পরিচালনায় তৈরি ৬ এপিসোডের এই সিরিজ। আরিয়ান এইবার সিরিজ পরিচালনা করতে চলেছেন। যার নাম স্টারডম।
সূত্র বলছে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ।
আরিয়ানের ঘনিষ্ঠমহল থেকে পাওয়া খবর অনুযায়ী, ‘স্টারডম’ সিরিজে উঠে আসবে ফিল্ম ইন্ডাস্ট্রির নেপথ্যের গল্প। যেখানে না কি দেখা যাবে শাহরুখকেও। তবে এখনই এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আরিয়ান বা শাহরুখ।
২০২০ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আর্টস, সিনেম্যাটিক আর্টস, ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রোডাকশনে ব্যাচেলার ডিগ্রি লাভ করেন আরিয়ান খান।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন