Home বিনোদন প্রি-হানিমুনে মজেছেন মালাইকা ও অর্জুন, কোথায় ঘুরতে গেছেন এই তারকা যুগল?

প্রি-হানিমুনে মজেছেন মালাইকা ও অর্জুন, কোথায় ঘুরতে গেছেন এই তারকা যুগল?

অভিনেতা অর্জুন কাপুর ও মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা। অনেকদিন ধরেই বলিপাড়ায় তাদের প্রেমের চর্চা চলছে। প্রায়ই একসঙ্গে দেখা যায় এই জুটিকে। লোকচক্ষুর আড়ালে নয়, প্রায়ই তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। একসঙ্গে ডিনার পার্টিতে যান। জোর গুঞ্জন, খুব শিঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন এই যুগল।

বর্তমানে মালাইকা ও অর্জুন প্রি-হানিমুন চুটিয়ে উপভোগ করছেন। সম্প্রতি তারা প্রি-হানিমুনে বার্লিনে ঘুরতে গেছেন।

বিয়ে প্রসঙ্গে মালাইকা প্রথমেই জানান, ‘বিয়ের কোনও বয়স হয় না, তাই কোনও তাড়া নেই।

মালাইকা আরও বলেছিলেন, ‘আমরা এখন সম্পর্কের পরিণত ধাপেই রয়েছি। আরও অনেক কিছু জানার বাকি আছে। তবে আমরা একে অন্যের সঙ্গে সংসার করার বিষয় ভীষণ সিরিয়াস। অর্জুন আমার আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিটা দিন আমরা একে অপরকে ভালবাসি, একে অপরের কাছে থাকতে চাই। আমি অর্জুনকে বলি আমি তোমার সঙ্গে বৃদ্ধ হতে চাই। বাকিটা আমরা ঠিক করে নেব। তবে এটা আমি জানি ও আমার।‘

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। খুব শিঘ্রই তাঁরা বিয়ে করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

এর আগে এক সাক্ষাৎকারে বয়সে বড় নারীর সঙ্গে প্রেম প্রসঙ্গে অর্জুন বলেন, ‘আমি সবসময়ই সম্মানসূচক একটি সীমা মেনে চলি। মালাইকা যেটিতে স্বচ্ছন্দ্যবোধ করে সেটিই করি। আর আমার ক্যারিয়ার এই সম্পর্কের ওপর যেন নির্ভরশীল হয়ে না পড়ে। এইজন্য একটা সীমা থাকা প্রয়োজন। আমি আজ এই কথা বলছি কারণ সম্পর্কের প্রতি আমার সম্মান রয়েছে। আমরা সময় দিয়েছি। সবসময়ই চেষ্টা করেছি একটু স্পেস রেখে মর্যাদা দিতে।’

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version