Home বিনোদন ‘বয়সটা কোনও ব্যাপার নয়’, ৫৭ বছর বয়েসে বিয়ে করে বললেন আশিস বিদ্যার্থী

‘বয়সটা কোনও ব্যাপার নয়’, ৫৭ বছর বয়েসে বিয়ে করে বললেন আশিস বিদ্যার্থী

বলিউডে খলনায়কের চরিত্রে অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন আশিস বিদ্যার্থী। বলিউড থেকে শুরু করে টলিউডে সমানভাবে জনপ্রিয় আশিস বিদ্যার্থী।

তবে বয়স যাই হোক না কেন, নতুন সঙ্গী পেতে কী আবার বয়সের দরকার হয় না কি। ৬০ বছর বয়সেই বলিউড ও দক্ষিণের দাপুটে অভিনেতা আশিস বিদ্যার্থী করলেন কামাল। জামাইষষ্ঠীর দিন দ্বিতীয় বিয়ে সারলেন তিনি।

রূপালি বড়ুয়াকে বিয়ে করার আগে অভিনেত্রী-গায়িকা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন। আশিস এবং রাজশী বিদ্যার্থীর একটি পুত্র সন্তান রয়েছে, যার নাম অর্থ বিদ্যার্থী। অভিনেত্রী শকুন্তলার বড়ুয়ার কন্যা সঙ্গে বিয়ে হলেও সেই বিয়ে টেকিনি তাঁর। কলকাতার টালিগঞ্জে এক নামকরা ক্লাবে বসেছিল বিয়ের আসর। কেরলের ট্রাডিশন্যাল ধুতি আর কুর্তায় সেজেছিলেন আশিষ এবং সঙ্গে ছিল অসমের সাদা-লাল ‘গামছায়’। বেশ সুন্দর লাগছিল অভিনেতাকে।

কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত রুপালি বড়ুয়া। রুপোলি পাড়ের সাদা মেঘলা চাদরে সাজলেন রূপালি। সঙ্গে ছিল কেরলের বিখ্যাত টেম্পল জুয়েলারি। চুল খোঁপা করে বাঁধা, হালকা  মেকআপে ঝলমল করে উঠলেন আশিসের অর্ধাঙ্গিনী।

বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রূপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশিস, বিয়ে করে চমকে দিলেন প্রায় সকলকেই।

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় থেকে বন্ধুরা, সুন্দর মুহূর্তে নবদম্পতিকে কিন্তু নাচতেও দেখা গেছে।

১৯৮৬ সালে অভিনয় সফর শুরু করেন আশিস বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

খলনায়কের চরিত্রে তার অভিনয় দেখার জন্য এখনও দর্শক ব্যাকুল হয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু অভিনেতার এই অসাধারণ অভিনয় দক্ষতাকে সঠিকভাবে বলিউড ব্যবহার করতে পারেনি এবং তাঁকে যোগ্য সম্মান ও স্বীকৃতি দিতে পারেনি।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version