Home বিনোদন বিয়েতে চোখ ধাঁধানো উপহার পেলেন আথিয়া ও কেএল রাহুল  

বিয়েতে চোখ ধাঁধানো উপহার পেলেন আথিয়া ও কেএল রাহুল  

0

সিনে সেলেব থেকে ক্রিকেট মহল। নব দম্পতির তালিকায় জুড়ল আরও এক নাম। সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আথিয়া ও কেএল রাহুল।

সুনীল শেট্টির খান্ডালার বিলাসবহুল বাংলোতে বসেছিল বিবাহবাসর। ছিল অনেক কড়াকড়িও। ২৩ জানুয়ারি রূপকথার মতো বিয়ে সম্পন্ন হল তাঁদের।

তাঁদের বিয়েতে কিছু নিষেধাজ্ঞা থাকলেও উপহারের দিকে তাকালে যেন চোখ ধাঁধিয়ে যাবে।

সংবাদ সূত্রে খবর, মেয়ের বিবাহিত জীবনের শুভ কামনায় দম্পতিকে মায়ানগরীতে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন সুনীল শেঠি। যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

সলমন খান নব দম্পতিকে দিয়েছেন একটি অডি গাড়ি। যার দাম ১.৬৪ কোটি  টাকা। জ্যাকি শ্রফ দিয়েছেন একটি ৩০ লক্ষ টাকার সুইস ব্র্যান্ডের ঘড়ি। এছাড়া অর্জুন কাপুর দিয়েছেন একটি হিরের ব্রেসলেট। যার দাম আনুমানিক দেড় কোটি টাকা।

উপহার দেওয়ার ব্যাপারে পিছিয়ে নেই বাইশ গজের সতীর্থরাও। সূত্রের খবর, বিরাট কোহলি তাঁর সতীর্থ কে এল রাহুলকে বিয়েতে একটি বি এম ডবলু গাড়ি উপহার দিয়েছেন। যার মূল্য ২.১৭ কোটি টাকা। মহেন্দ্র সিং ধোনি দিয়েছেন একটি কাওয়াসাকি নিনজা বাইক। যার দাম ৮০ লক্ষ টাকা।

বিয়ে নিয়ে আগে মুখ না খুললেও বিয়ে মিটতেই বেশ কিছু ছবি শেয়ার করে নিলেন নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

আথিয়া অনামিকা খন্নার ডিজাইন করা লেহেঙ্গা পড়েছিলেন ও সঙ্গে ভারী গয়না পড়েছিলেন। পলকি নেকপিসের সঙ্গে ছিল মানানসই কানের দুল। আথিয়া শেট্টির মেকআপ ছিল পোশাকের সঙ্গে মানানসই। ন্যুড লিপস্টিকেই মাত করলেন অভিনেত্রী। অন্যদিকে, ক্রিকেটার কে এল রাহুলের পরনে ছিল আইভরি শেরওয়ানি। বিয়ের পরে এই নবদম্পতিকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বলিউড থেকে ক্রিকেট মহল।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও জানতে পড়ুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version