বলিউডের হার্টথ্রব ভিকি কৌশল ইতিমধ্যেই বি-টাউনে জনপ্রিয়। নিজের অভিনয় দক্ষতা দিয়েই তিনি তা প্রমাণ করে দিয়েছে।
এই মুহূর্তে ‘সাম বাহাদুর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ভিকি কৌশল। ‘সাম বাহাদুর’ ছবির শুটিংয়ের জন্য দশম শহরে পৌঁছে গেলেন তিনি। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করেছেন।
১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধের অন্যতম ফিল্ড মার্শাল সাম মানেকশর-এর বায়োপিক সাম বাহাদুর। মেঘনা গুলজার পরিচালিত এই ছবিতে ‘সাম মানেকশর’-এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ভিকি কৌশলকে। ছবিতে ভিকি ওরফে সাম মানেকশর-এর বায়োপিক সাম বাহাদুর। ছবিতে ভিকি ওরফে সাম মানেকশর-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সানায়া মলহোত্রাকে। এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দঙ্গল গার্ল ফতিমা সানা শেখকে। এছাড়াও নীরজ কবি সহ বলিউডের বেশ কিছু তারকাকেও দেখা যাবে ছবিতে।
২০২২ সালে আগস্ট মাস থেকেই ‘সাম বাহাদুর’ ছবির শুটিং শুরু করেছেন মেঘনা গুলজার। উত্তর ভারত ও পূর্ব ভারত মিলিয়ে ইতিমধ্যেই দেশের নয়টি শহরে ছবির শুটিং করেছেন ভিকি, সানায়া,ফতিমারা। এবং এর মধ্যে কলকাতা এবং ব্যারাকপুরও রয়েছে।
খুব অল্প সময়ের মধ্যে বি-টাউনে নিজের কেরিয়ারকে একেবারে গুছিয়ে নিয়েছেন ভিকি। তার কেরিয়ারগ্রাফ একেবারে তুঙ্গে।
এই ছবি দেখা নিয়ে নেটমহলে বেশ উন্মাদনা শুরু হয়েছে। এখন ছবিটি শুধু প্রেক্ষাগৃহে আসার অপেক্ষায়।
ছবি ও ভিডিও-ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও জানতে দেখুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us