‘জওয়ান’ সিনেমার দুর্দান্ত সাফল্যের পর ‘জওয়ান’-এর সিক্যুয়াল তৈরির আলোচনা শুরু হয়েছে। ‘জওয়ান ২’ এর কাজ শুরু করেছেন পরিচালক অ্যাটলি কুমার।
তবে সেখানে থাকছেন না সিনেমায় খলনায়ক তামিল সুপারস্টার বিজয় সেতুপতি।
শোনা যাচ্ছে, তার পরিবর্তে এই সিনেমায় থালাপাতি বিজয় থাকার সম্ভাবনা বেশি। কারণ ‘জওয়ান’ মুক্তির প্রথম দিনে সাংবাদিকরা-অ্যাটলিকে প্রশ্ন করেছিলেন, জাওয়ানে শাহরুখের সঙ্গে থালাপাতি বিজয়কে দেখা যায়নি কেন?
পড়ুন: পাপারাজ্জি দেখেই ক্ষিপ্ত পরিণীতি, কী ঘটল অভিনেত্রীর সাথে?
এমন প্রশ্নের উত্তরে অ্যাটলি কুমার বলেছেন, ‘শীঘ্রই দেখতে পাবেন। তাদের দু’জনকে নিয়ে বড় প্ল্যান আছে।’ এরপরই ধরে নেওয়া হচ্ছে তাহলে হয়তো ‘জওয়ান ২’-এ পর্দায় দেখা মিলবে এই দুই তারকার।
নিশ্চিতভাবে ‘জওয়ান ২’ আসছে আর সেটা দ্রুততম সময়ে। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে অ্যাটলি তাঁর লেখককে দ্রুত গল্প সাজাতে বলেছেন। আর এই ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী শাহরুখ খান।
জওয়ান ছবিতে স্ক্রিন টাইম অনেকটাই কম ছিল দীপিকা পাডুকোনের। কিন্তু, ছাপ রেখেছেন অভিনেত্রী।
দীপিকা জানান, ‘শাহরুখ খানের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত ভালো। আর চরিত্রটি কম স্ক্রিন টাইম পেলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।‘
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন