Home খেলাধুলো ক্রিকেট এক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ...

এক লাফে শীর্ষে! আইসিসি ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম স্থানে মহম্মদ সিরাজ

0

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ ২০২৩-এর ফাইনাল ম্যাচে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফাস্ট বোলার মহম্মদ সিরাজ। এ বার আইসিসি ওয়ান ডে ফর্ম্য়াটে বোলারদের ক্রমতালিকায় এক নম্বর স্থান অর্জন করলেন তিনি। মঙ্গলবারই নতুন ক্রমতালিকা প্রকাশ করেছে আইসিসি।

আইসিসি ওডিআই বোলারদের র‍্যাঙ্কিংয়ে এক লাফে আট ধাপ প্রথম স্থান অর্জন করেছেন মহম্মদ সিরাজ। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজের বোলিংয়ে মাত্র ৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ওই ম্যাচে সিরাজ ৭ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন।

এশিয়া কাপ শুরুর আগে ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ছিলেন মহম্মদ সিরাজ। এখন তিনি ৮ স্থান লাফিয়ে প্রথম স্থান অর্জন করেছেন। এখন তাঁর রেটিং ৬৯৪ পয়েন্ট। এশিয়া কাপে ১২.২ গড়ে ১০ উইকেট নিয়েছিলেন সিরাজ। এর আগে, ২০২৩ সালের মার্চ মাসেও এক নম্বর স্থানে পৌঁছেছিলেন তিনি। তারপরে তাঁকে সেই স্থান থেকে সরিয়ে দিয়েছিলেন জোশ হ্যাজলউড। দ্বিতীয় স্থানে থাকা হ্যাজলউডের পয়েন্ট ৬৭৮। তিন নম্বরে রয়েছেন নিউজ়িল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭।

ওয়ানডে বিশ্বকাপের আগে মহম্মদ সিরাজের এই পারফরম্যান্স টিম ইন্ডিয়ার জন্য বড়ো স্বস্তি বলে মনে করছেন বিশ্লেষকরা। এশিয়া কাপে বুমরাহ ও সিরাজ জুটির মুখোমুখি হওয়াটা কোনো দলের জন্যই সহজ ছিল না। এশিয়া কাপের ফাইনাল ম্যাচে সিরাজ নিজের ওয়ানডে কেরিয়ারে ৫০ উইকেটও পূরণ করেন।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালে ৬টি উইকেট দখল করে আন্তর্জাতিক রেকর্ড ছুঁয়ে ফেলেছেন, এত দিন যে রেকর্ড ছিল শুধুমাত্র শ্রীলঙ্কার চামিন্ডা ব্যাসের। সেই রেকর্ড হল একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট তোলার রেকর্ড। মাত্র ১৬ বলে এই কাজ হাসিল করেন সিরাজ। এ ছাড়াও প্রথম ভারতীয় হিসাবে এক ওভারে চার উইকেট পাওয়ার রেকর্ড তাঁরই ঝুলিতে।

আরও পড়ুন: একদিনের ম্যাচে দ্রুততম ৫ উইকেট, চামিন্ডার সঙ্গে নিজের নাম জুড়লেন মহম্মদ সিরাজ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version