খবর অনলাইন ডেস্ক: মারা গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। তার সঙ্গে ছিল বার্ধক্যজনিত নানা সমস্যা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বাড়িতে পরিচারিকার সঙ্গে থাকতেন অভিনেত্রী। আর্টিস্ট ফোরামে তাঁর মৃত্যুর খবর দেওয়া হয়েছে।

অভিনেতা ভাস্বরের সঙ্গে বাসন্তী দেবী। ছবি ভাস্বরের ফেসবুক থেকে নেওয়া।
বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে বাংলার বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। বাসন্তী দেবীকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক ‘গীতা এলএলবি’তে। ধারাবাহিকের শুটিং-এর সময়েই জানিয়েছিলেন, অসুস্থতা সত্ত্বেও তিনি নিয়মিত শুটিং-এ আসতেন। দমদম থেকে সোনারপুরে শুটিং সেটে যেতেন বাসন্তী। তিনি জানিয়েছিলেন, অভিনয় ছাড়া তিনি বাঁচতে পারবেন না।
বাসন্তী দেবীর অসুস্থতার খবর নিয়মিত দিতেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। তাঁকে আর্থিক সহায়তা করার জন্য নিয়মিত আবেদন করতেন ভাস্বর। বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের নজর কাড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’।