ফের চমক নববর্ষে। অবশেষে সামনে এল ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ ছবির পোস্টার। সামনে এল ছবির ফার্স্ট লুক। এক হাতে সাপ ধরে ব্যোমকেশ, অন্য হাতে রয়েছে টর্চ ও চোখে মুখে গাম্ভীর্য।
বিরসা দাশগুপ্তের পরিচালনায় ‘দুর্গরহস্য’ ছবিতে ব্যোমকেশ হচ্ছেন দেব এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বেজায় চাপানউতর শুরু হয়েছিল। বাঙালি ইতিমধ্যেই ব্যোমকেশ হিসেবে দেখে ফেলেছেন উত্তম কুমার থেকে শুরু করে আবীর চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তাবড়-তাবড় অভিনেতাদের। গোয়েন্দা চরিত্রে বা বাঙালির চেনা ব্যোমকেশের আধারে দেবকে কেমন লাগবে তা নিয়ে অপেক্ষা তো ছিলই।
নববর্ষ উপলক্ষে ভক্তদের জন্য সোশাল মিডিয়ায় একের পর এক চমক দিয়েছেন টলিপাড়ার হার্টথ্রব দেব। শনিবার নিজের সোশাল পেজে পোস্টার শেয়ার করে ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ -এর ফার্স্ট লুক মুক্তির বিষয়টি জানিয়েছেন দেব।
“ব্যোমকেশ ও দুর্গ রহস্য” ছবির পোস্টারে দেবকে দেখা গিয়েছে চশমা চোখে, ডান হাতে জড়িয়ে থাকা বিষাক্ত সাপের মাথা চেপে রেখে, রহস্য উদঘাটনের জন্য পূর্ণিমার রাতে একটি দূর্গের সামনে জ্বলন্ত টর্চ হাতে দাঁড়িয়ে রয়েছেন।
উল্লেখ্য, এক সময় শোনা গিয়েছিল দেবের পাশে অজিত হবেন অম্বরীশ ভট্টাচার্য, আর সত্যবতী মৌনী রায়। তবে প্রস্তাব না কি ফিরিয়ে দিয়েছেন মৌনী। বিরাট পারিশ্রমিক হাঁকিয়ে বসেছেন তিনি। বিকল্প হিসেবে না কি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে ভাবছেন নির্মাতারা।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন