অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও আলোচনায়—তবে সিনেমা বা সেলিব্রিটি জীবনের জন্য নয়, বরং প্যালেস্টাইনের পক্ষে সরব হয়ে। সম্প্রতি মুম্বইয়ে আয়োজিত প্রতিবাদ মঞ্চে তিনি যোগ দিয়ে খোলাখুলি জানালেন তাঁর অবস্থান।
বিক্ষোভ মঞ্চ থেকে স্বরা মনে করিয়ে দেন, সংঘাতের শুরু ৭ অক্টোবর নয়, যখন হামাস ইজরায়েলে হামলা চালায়। তাঁর মতে, “শুধু পণবন্দিদের কথা বললেই চলবে না, হাজার হাজার প্যালেস্টাইনির প্রাণহানির কথাও বলতে হবে।” তিনি আরও বলেন, “ওরা কেবল বাঁচতে চাইছে।”
অভিনেত্রীর অভিযোগ, ইজরায়েলি শাসনব্যবস্থা প্রকাশ্যে ঘোষণা করছে যে তারা প্যালেস্টাইনিদের পৃথিবী থেকে মুছে ফেলতে চায়। এই অবস্থান স্পষ্ট করতে স্বরা তাঁর এক্স (টুইটার) বায়োতে যোগ করেছেন ‘Free Palestine’।
তবে তাঁর এই অবস্থানের জন্য ফল ভুগতে হচ্ছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার হচ্ছেন স্বরা, দিন দিন কমছে ইনস্টাগ্রাম ফলোয়ারও।
এরই মধ্যে প্যালেস্টাইনের নাগরিকদের পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। Integrated Food Security Phase Classification (IPC) জানিয়েছে, গাজার রাজধানী গাজা সিটি ইতিমধ্যেই দুর্ভিক্ষের কবলে। কয়েক লক্ষ মানুষের আবাস সেই শহর। সতর্কবার্তা দেওয়া হয়েছে, যুদ্ধবিরতি না হলে এবং ত্রাণ ঢুকতে না দিলে আগামী মাসের শেষ নাগাদ এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে পারে আরও দক্ষিণে—ডেইর আল-বালাহ ও খান ইউনিস পর্যন্ত।আন্তর্জাতিক মানবিক সাহায্য সংস্থাগুলি মাসের পর মাস ধরে বলে আসছে, খাদ্য, চিকিৎসা ও প্রয়োজনীয় সরবরাহে বাধা আর সামরিক আক্রমণ মিলিয়ে সাধারণ প্যালেস্টাইনিদের জীবনে অসহনীয় দুর্দশা নেমে এসেছে।
আরও পড়ুন: ১২ হাজার ছাঁটাইয়ে তোলপাড়! টিসিএস–এর সিদ্ধান্তে বিক্ষোভ, রাস্তায় নামল আইটি কর্মীদের সংগঠন