Home বিনোদন ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

Ankush Hazara

অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারে নাম জড়াল টলিউড তারকা অঙ্কুশ হাজরার। সূত্রের খবর, আগামী ১৬ সেপ্টেম্বর ইডি দপ্তরে হাজিরা দিতে সমন পাঠানো হয়েছে অভিনেতাকে।

ইডি সূত্রে জানা গিয়েছে, গত এক বছর ধরে অবৈধ বেটিং অ্যাপের প্রচার ও আর্থিক লেনদেন নিয়ে তদন্ত চলছে। ইতিমধ্যেই একাধিক বলিউড ও দক্ষিণী সিনেমা জগতের তারকা এবং ক্রিকেটারকে জেরা করেছে তদন্তকারী সংস্থা। এবার সেই তালিকায় টলিউডও।

কাদের আগে ডেকেছিল ইডি?

এই মামলায় এর আগে সমন পেয়েছেন—

  • দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী ও প্রকাশ রাজ
  • বলিউড অভিনেত্রী উর্বশী রাওতেলা
  • ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না ও হরভজন সিং

গত জুন মাসে এঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই ইডি দপ্তরে গিয়ে বয়ান দিয়েছেন।

কেন বাড়ছে বিতর্ক?

অভিযোগ, জনপ্রিয় তারকাদের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই বেটিং সংস্থাগুলি তাদের অ্যাপ ও ওয়েবসাইটের প্রচার করেছে। সাধারণ মানুষ, বিশেষত মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবার এই বিজ্ঞাপনের প্রভাবে প্রলুব্ধ হয়ে অর্থ হারাচ্ছেন।

টলিউডে নয়া নজর

টলিউডে এই প্রথম কোনও নামী অভিনেতাকে এই কাণ্ডে সমন পাঠাল ইডি। ফলে স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে টলিপাড়ায়। অভিনেতা অঙ্কুশ হাজরার আইনি জটিলতা কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেদিকেই নজর।

আরও যে খবর পডতে পারেন: ডিসেম্বরের মধ্যেই প্রকাশ হবে টেট ২০২৩-এর ফল, আশ্বাস শিক্ষামন্ত্রীর

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version