সদ্যই মুক্তি পেল ‘কুরবান’ ছবির ট্রেলার। শৈবাল মুখোপাধ্যায়ের কুরবান ছবিতে জুটি বেঁধেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার। জীবনের বিভিন্ন ওঠাপড়ায় মানুষকে কী কী করতে হয় তা নিয়েই এগোবে ছবির গল্প।
হাসান চরিত্রে আসন্ন ছবি ‘কুরবান’ -এ দেখা যাবে অভিনেতাকে। হিজলের চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। ছবিতে দেখা যাবে বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প। যেখানে আব্বা, আম্মা, মাসি, বউ বাচ্চা নিয়ে সুখের সংসার হাসানের।
কিন্তু হঠাৎই তাঁদের জীবনে ঝড় ওঠে, যা এক লহমায় সবকিছু ভাঙতে শুরু করে । সেই ঝড়ের আভাস মিলল ‘কুরবান’ এর ট্রেলারে।
আগামী ২৪ নভেম্বর ভারত এবং বাংলাদেশে মুক্তি পেতে চলেছে শৈবাল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি। ছবিতে অঙ্কুশ প্রিয়াঙ্কা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শান্তিলাল মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সহ একাধিক দাপুটে অভিনেতারা।
পড়ুন: ফের বড়পর্দায় কী আসবে ‘জব উই মেট ২’? কী জানালেন ইমতিয়াজ আলি?
একেবারে সাদামাটা গ্রাম্য সাজে প্রিয়াঙ্কা, অঙ্কুশের পরনে ঢিলেঢালা পোশাক। মুখ ভরা দাঁড়ি গোঁফ। বাংলার এক বাঙালি মুসলিম পরিবারের গল্প দেখ যাবে এখানে। গ্রামীণ প্রেক্ষাপটে মনুষ্যত্বের এক অন্য দিক ফুটে উঠবে ছবিতে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন