টলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন হলেন অঙ্কুশ হাজরা। সিনেমার কাজের পাশাপাশি বিভিন্ন রিয়েলিটি শোয়ের কাজে ব্যস্ত থাকেন তিনি। সেই অতিরিক্ত ব্যস্ততাই যেন তাঁর কাল হয়ে দাঁড়ালো।
কাজের বিষয়ে তিনি কোনওরকম গড়িমসি করতে নারাজ। তাই পায়ে চোট নিয়েই নাচের দৃশ্যের শট দিয়েছেন। শুটিংয়ের দিন সাতসকালে রিহার্সাল করতে গিয়েই বিপত্তি ঘটে। সেই আঘাত নিয়েই ভোর চারটে পর্যন্ত শুটিং করেন অঙ্কুশ।
পড়ুন: ‘ইয়ারিয়া ২’ থেকে কেন বাদ পড়লেন মিমি? কী জানালেন যশ?
অনেকবার তাঁকে পরিচালক নন্দিতা-শিবু জিজ্ঞেস করেন যে, পায়ে চোট নিয়ে নাচ করতে পারবেন কি না। কিন্তু দমে থাকার পাত্র তিনি নন। সেই চোট নিয়েই চালিয়ে গেছেন শুটিং। বরং অভিনেতা যেন একপ্রকার অসাধ্য সাধন করলেন।
বানতলার এক খোলা মাঠে তৈরি করা হয়েছিল মেলার সেট। সেখানেই রক্তবীজ-এর আইটেম সং ‘গোবিন্দ দাঁত মাজে না’র শুটিং হয়। প্রায় ভোর ৪টে অবধি চলেছিল সেই গানের দৃশ্যের শুটিং।
এর আগেও ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শো চলাকালীন পায়ে গুরুতর আঘাত পেয়েছিলেন অঙ্কুশ। সেই আঘাত নিয়েও টানা ৫০ দিন কাজ করেছিলেন তিনি, ছবির কাজের পাশাপাশি ছিল বিভিন্ন রিয়েলিটি শোয়ের কাজ যার ফলে নিজেকে একটু বিশ্রাম দেওয়ার সুযোগ পাননি এই জনপ্রিয় অভিনেতা।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন