প্রকাশ্যে এল ইন্দুবালা ভাতের হোটেলের ট্রেলার। কল্লোল লাহিড়ির লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই সিরিজ।
৮ মার্চ নারী দিবসে আসছে ইন্দুবালা। মুক্তি পেল ‘ইন্দুবালার ভাতের হোটেল’-এর ট্রেলার। শুভশ্রীর প্রস্থেটিক মেকআপ নজর কেড়েছিল আগেই, ট্রেলারে মুগ্ধ করল তাঁর সংলাপ, অভিনয়। অভিনয় করতে। যার ত্বক কুঁচকে গিয়েছে বয়সের ভারে,চোখে রয়েছে মোটা ফ্রেমের চশমা। টিজারের পর সদ্য়ই মুক্তি পেয়েছে ট্রেলার,যা ইতিমধ্য়েই নজর কেড়েছে লক্ষ লক্ষ অনুরাগীদের। সিরিজে দুই সন্তানের বিধবা মায়ের চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী। যিনি পূর্ববঙ্গ থেকে এসে পশ্চিমবঙ্গের বাসিন্দা হচ্ছেন। শুভশ্রী অভিনীত চরিত্র ইন্দুবালা সংসার ও সন্তানপালনের জন্য খুলবেন ভাতের হোটেল। তারপর কি ঘটবে, ইন্দুবালার জীবনসংগ্রামের চিত্রই ফুটে উঠবে এই ওয়েব সিরিজে।
সিরিজটির জন্য অপেক্ষায় দিন গুনছেন বাংলার দর্শক। ট্রেলার দেখার পর শুভশ্রীর প্রশংসায় ভরে উঠছে কমেন্ট বক্স।
দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় হইচইতে আসতে চলেছে ওয়েবসিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। দীর্ঘ বিরতির পর এসভিএফ এর সঙ্গে এটাই হতে চলেছে শুভশ্রীর প্রথম কাজ।
শুভশ্রী অভিনীত পরিণীতা, হাবজি গাবজি, বৌদি ক্যান্টিন, একের পর এক ছবি বৌদি ক্যান্টিন, একের পর এক ছবি আলোচনার কেন্দ্রে।
ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।