অবশেষে জল্পনার অবসান হল। আসল সত্যি সামনে এল। প্রথমে শোনা গিয়েছিল মৌনী রায়ের নাম, তারপর এল পুজা বন্দ্যোপাধায়ের নাম। এখন শোনা যাচ্ছে টলিপাড়ার নতুন সত্যবতী হচ্ছেন রুক্মিণী মৈত্র।
বিরসা দাসগুপ্তের ‘দুর্গ রহস্য’তে সত্যবতীর ভূমিকায় দেখা যেতে পারে দেবের রিয়াল লাইফ প্রেমিকাকেই।
দেবের ‘ব্যোমকেশ’-এ সত্যবতী কে হবেন? জল্পনা চলছিল, রুক্মিণীকে নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন অভিনেত্রী নিজেই। সোশ্যাল মিডিয়ায় শুভ মহরতের ছবি দিয়ে স্পষ্ট করে দিলেন সত্যবতী তিনিই হচ্ছেন।
বুধবার জানা গেল বিরসা দাসগুপ্তের ‘দুর্গ রহস্য’তে সত্যবতীর ভূমিকায় দেখা যাচ্ছে রুক্মিণীকে।
মাস কয়েক আগেই দেব প্রথম নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, বিরসা দাসগুপ্তের পরিচালনায় এইবার তিনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সির চরিত্রে অভিনয় করবেন। দিন কয়েক আগে সিনেমার মোশন পোস্টারও প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা।
রুক্মিণী নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে লিখেছেন, ‘এই কাজের সঙ্গে জুড়তে পেরে আমি ধন্য। সত্যবতী হিসেবে অনেক দায়িত্ব বেড়ে গেল।‘
নেটমাধ্যমে ছবির নির্মাতা ও দেবের সঙ্গে ছবি পোস্ট করেন রুক্মিণী। এইদিন শুভ মহরতে দেবকে দেখা গিয়েছিল নীল পাঞ্জাবিতে। আর অভিনেত্রী পরেছিলেন হলুদ চুড়িদার।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us