বিশ্বখ্যাত নামী প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন শাহরুখকন্যা সুহানা খান। মেবিলিনের মতো আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ডের মুখ হলেন সুহানা। খুব শিঘ্রই বলিউডে অভিষেক হতে চলেছে সুহানার। তার প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’-এর শুটিং শেষ, মুক্তির অপেক্ষায় আছে সেটি। তার আগেই আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখ হলেন সুহানা।
বুধবার রাতে প্রথমবার আনুষ্ঠানিকভাবে মিডিয়ার মুখোমুখি হন সুহানা খান। লাল রঙের পোশাকে মোহময়ী শাহরুখকন্যা উত্তর দিলেন সাংবাদিকদের প্রশ্নের।
মঞ্চে দাঁড়িয়ে সুহানা বলেন, ‘ভীষণ ভালো লাগছে। ওদের অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি। ওদের মাসকারা ভীষণ ভালো। আমি মারাত্মক খুশি এই ব্র্যান্ডের অংশ হয়ে।’
এইদিকে মেয়ের ইভেন্টের ছবি ও ভিডিও শেয়ার করেছেন বলিউড বাদশা। তার ছোট্ট মেয়ে এখন এক পরিণত নারী, সেই কথা ভেবেই গর্বিত শাহরুখ। নিজের ক্যাপশনে শাহরুখ লিখলেন, ‘মেবিলিনের জন্য অনেক অভিনন্দন বাচ্চা। কী সুন্দর পোশাক। কী সুন্দরভাবে নিজেকে উপস্থান করলে। এখন যদি আমাকেও কিছু কৃতিত্ব দেওয়া হয় এত সুন্দরভাবে তোমাকে বড় করার জন্য। লাল পোশাকে আমার ছোট্ট সোনা মা, অনেক ভালোবাসা।’
শাহরুখ কন্যা সব সময়ই থাকেন চর্চার শীর্ষে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট থেকে শুরু করে কোনও ইভেন্ট, খেলার মাঠে তাঁর উপস্থিতি, কিংবা ব্যক্তিগত কাজ থেকে শুরু করে কোনও ছবির কাজ সব নিয়ে সব সময় চর্চায় থাকেন সুহানা।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন