নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় সিবিআই তলব দিল্লির মুখ্যমন্ত্রীকে। ১৬ এপ্রিল রবিবার অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
আপ নেতা মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই আবগারি মামলায় সিবিআই এবং ইডি-র জালে জড়িয়েছেন। এই মামলাতেই বর্তমানে জেলবন্দি রয়েছেন সিসোদিয়া। আপ নেতা সঞ্জয় সিং টুইটারে লেখেন, ‘অত্যাচারের অবসান হবেই’।
গত ফেব্রুয়ারিতে কেজরিওয়াল জোরের সঙ্গে বলেছিলেন যে, দিল্লিতে কোনো “মদ কেলেঙ্কারি” ঘটেনি এবং “রাজনৈতিক প্রতিহিংসা এবং ষড়যন্ত্র”-এর ফলে তাঁর সরকারের আবগারি নীতির মামলাটি সাজানো হয়েছিল।
কেজরিওয়ালের মন্তব্যের প্রতিক্রিয়ায় দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেবা দাবি করেছিলেন, এতে যদি কোনো কেলেঙ্কারি না থাকে, তা হলে সরকার কেন আবগারি নীতি বাতিল করেছে।
তাৎপর্যপূর্ণ ভাবে কিছু দিন আগেই জাতীয় দলের মর্যাদা পেয়েছে দিল্লির শাসক দল আপ। সেই উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেজরীওয়াল বলেছিলেন, ‘‘দল এ বার জাতীয় পার্টির মর্যাদা পেয়েছে। সবাই জেলে যাওয়ার জন্য তৈরি থাকুন।’’ ঘটনাচক্রে, তার পরেই সিবিআইয়ের তলব পেলেন কেজরিওয়াল।
এর আগে একাধিকবার বিরোধীরা সরব হয়েছিলেন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। দিল্লির আবগারি নীতি মামলার তদন্তে নেমে মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকেই সুর চড়াতে শুরু করে আপ। এ বার সরাসরি অরবিন্দ কেজরিওয়ালকে তলব। এখন দেখার অন্য দলগুলির থেকে রাজনৈতিক সমর্থন তারা সমর্থন পায় কি না।
আরও পড়ুন: টানা ৫ দিন ঊর্ধ্বমুখী কোভিড-গ্রাফ! শেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১১ হাজারের বেশি