ফের বিপাশা বসুকে সোশ্যাল মিডিয়া ট্রোলারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। যারা গর্ভাবস্থার পরে তাঁর ওজন বৃদ্ধি নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন তাদের উদ্দেশ্যে কিছুদিন আগে মুখ খুলেছিলেন বিপাশা।
একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, তিনি এই ট্রোলগুলি সম্পর্কে কথা বলেছেন। এবং বলেছেন যে এই ধরনের মন্তব্য তাকে কখনই প্রভাবিত করে না।
প্রথমবার অর্থাৎ ১৫ অক্টোবর রবিবার ল্যাকমি ফ্যাশন উইকের গ্র্যান্ড ফিনালেতে র্যাম্পে হাঁটলেন। বিপাশা ডিজাইনার বিভু মহাপাত্রের হয়ে হাঁটলেন।
তবে বিপাশার এই ব়্যাম্পে অংশগ্রহণ করা খুব একটা পছন্দ হল না নেটিজেনদের। বরং ফ্যাশন শোয়ের ভিডিও ভাইরাল হতেই বিপাশাকে হাতি বলে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ। আসলে কন্যা সন্তান হওয়ার পর বিপাশার ওজন অনেকটাই বেড়েছে। আর তা দেখেই বিপাশাকে তীব্র কটাক্ষের শিকার হতে হল।
২০১৬ সালে বিয়ে করেন বিপাশা আর করণ সিং গ্রোভার। বিপাশার এটা প্রথম বিয়ে হলেও, করণের এটা তৃতীয় বিয়ে।
তবে বিপাশা যখন মডেলিং কেরিয়ার শুরু করেন মুম্বাইতে, তখন ডিনো মরিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। পরে সিনেমায় আসার পর জন আব্রাহমের সঙ্গে প্রেমপর্ব চলে। জনকে একসময় সকলে বাংলার ’জামাই’ বলতে শুরু করে। কিন্তু সেই প্রেম বিয়ে অবধি গড়ায়নি।
তারপর ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবি করতে গিয়ে করণ ও বিপাশার দু’জনের আলাপ-প্রেম-বিয়ে।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন