Home বিনোদন প্রাক্তনের সঙ্গে চুপিচুপি কোথায় বেড়াতে গেলেন জাহ্নবী?

প্রাক্তনের সঙ্গে চুপিচুপি কোথায় বেড়াতে গেলেন জাহ্নবী?

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ইদানিং মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী।

বলিউডে তাঁর অভিষেক হয়েছিল ‘ধড়ক’ সিনেমায়। এই কয়েক বছরের মধ্যে সিনেমার সংখ্যা হাতে গোনা গেলেও প্রেমিকের সংখ্যাটা তার নেহাতই কম নয়, সেটা বেশ দীর্ঘ। একের পর এক সম্পর্কে  থেকে বিতর্কে জড়িয়েছেন জাহ্নবী কাপুর। যদিও প্রেম নিয়ে বরাবরই স্পিকটি নট জাহ্নবী। ফের প্রাক্তন প্রেমিক শিখর পাহারিয়ার সঙ্গে দেখা গেল জাহ্নবীকে। 

ঘুরতে যেতে তিনি ভীষণই ভালবাসেন। কখনও সোলো ট্রিপ, তো কখনও আবার বন্ধু কিংবা ফ্যামিলির সঙ্গে তিনি ঘুরতে চলে যান। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন জাহ্নবী কাপুর। বাবা বনি কাপুর ও বোন খুশি কাপুরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন জাহ্নবী কাপুর। তবে এইবার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা গেল তার চর্চিত প্রেমিক শিখরকে।

পরিবারের সঙ্গে শিখরকে দেখার পর থেকেই জাহ্নবীর লাভ লাইভ নিয়ে চর্চা শুরু হয়েছে। আবার কি তাদের সম্পর্ক জুড়ে গেল, এই ধরনের বিভিন্ন রকমের মন্তব্য চলছে নেটপাড়ায়।

ভিডিও- ইন্সটাগ্রাম।

বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version