কলকাতা: ৪২ দিনের মাথায় প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পেলেন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি। শনিবার সকালে প্রেসিডেন্সি জেল চত্বর থেকে বেরোনোর সময় কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতা করেন ভাঙড়ের বিধায়ক।
গত ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আইএসএফ কর্মীদের। গ্রেফতার হন নওশাদরা-সহ অন্যরা। তারপর থেকে জেলেই ছিলেন নৌশাদ। বারংবার আদালতে খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। পাশাপাশি লাগাতার মুক্তির দাবি তুলতে থাকেন আইএসএফ সমর্থকেরা। বৃহস্পতিবার তাঁরা জামিন পান। এ দিন নৌশাদ-সমেত ২১ জন মুক্তি পেলেন।
এ দিন জেল থেকে বেরিয়েই নৌশাদের হুংকার, ‘‘কেউ যদি ভেবে থাকে যে আমি ভয় পেয়েছি, তা হলে ভুল করছে। আমি মানুষের সঙ্গে লড়াইয়ে ছিলাম, আছি এবং থাকব। শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও কথা বলব আবার সরকারি কর্মচারীদের ডিএ নিয়েও কথা বলব। আমি জানি না কেন কৌস্তুভকে গ্রেফতার করা হয়েছে। তবে তাঁর সঙ্গে যদি অন্যায় হয়ে থাকে, তা হলে আমি তাঁর পাশে আছি। তাঁর জন্য আমি গলা ফাটাব।’’
প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি পাওয়ার সময় প্রচুর আইএসএফ কর্মী সমর্থক নৌশাদকে শুভেচ্ছা জানানোর জন্য় হাজির ছিলেন। তিনি বেরোনোর সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি করতে থাকেন কর্মীরা। তার পর ভাঙড়ের বিধায়রকে একটি হুড খোলা গাড়ি করে নিয়ে যাওয়া হয়। উল্লেখযোগ্য ভাবে, এ দিন সকালেই গ্রেফতার হয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। এ প্রসঙ্গে নৌশাদ বলেন, “এই গ্রেফতার অনৈতিক। কৌস্তভ বাগচীর পাশে আছি।”
আরও পড়ুন: মধ্যবিত্তের টাকা নয়ছয়ের ফন্দি? আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে বিস্ফোরক দাবি প্রবীণ আইনজীবীর