করিনা কাপুর, বলিউডের এই হট ডিভার সঙ্গে নাম জড়িয়েছে একাধিক তারকার। কেউ তাঁর পর্দায় উপস্থিতিতে যেমন ঝড় ওঠে ভক্তদের মনে, ঠিক তেমনটাই বিতর্কিত তাঁর লাভ লাইফ।
করিনা কাপুরের সঙ্গে শাহিদ কাপুরের সম্পর্কের কথা কম বেশি সকলেরই জানা। এক সময় এই জুটি একে অন্যকে চোখে হারাত। তবে বেশিদিন ছিল না সেই সম্পর্ক। তবে বর্তমানে সইফ আলি খানের সঙ্গে দুই ছেলেকে নিয়ে চুটিয়ে সংসার করছেন করিনা।
সম্প্রতি করিনা ও সইফ দু’জনে একটি রেস্তোরায় ডিনারে গেছিলেন। আর ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা।
করিনা কাপুরকে দেখেই এগিয়ে আসেন এক মহিলা। পছন্দের তারকাকে সামনে থেকে দেখে ওই মহিলা আবদার করে বসেন হাতে হাত মেলানোর জন্য। কিন্তু তার সেই আবদার আর পূরণ হল না।
করিনা তাঁকে দেখে হাত জোড় করে প্রণাম করার পরেও একটিই আবদার, ‘একবার হাত লাগান, একবার উনাকে ধরে দেখতে দিন।‘ যদিও, করিনাকে আড়াল করার জন্য উপস্থিত ছিলেন অনেকেই। কিন্তু নাছোড়বান্দা সেই মহিলাকে দেখে একরকম অপ্রস্তুত করিনা।
ভিডিও-ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

