Home বিনোদন রিয়া চক্রবর্তী গ্যাং লিডার হয়ে ছোট পর্দায় ফিরছেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিস্ফোরক...

রিয়া চক্রবর্তী গ্যাং লিডার হয়ে ছোট পর্দায় ফিরছেন, সুশান্তের দিদি প্রিয়াঙ্কার বিস্ফোরক পোস্ট টুইটারে

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের  মৃত্যু প্রায় ৩ বছর কেটে গেছে। এখনও তাঁর মৃত্যুর সঠিক কোনও কারণ খুঁজে  বের করতে পারে নি সিবিআই আধিকারিকরা।

সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর হাজতবাস হয়। সব মিলিয়ে বড় পর্দা থেকে নিজেকে অনেকটাই দূরে সরিয়ে রেখেছিলেন অভিনেত্রী রিয়া। তবে এই বার তিনি ছোট পর্দায় ফিরছেন। জনপ্রিয় টেলিভিশন রিয়্যালিটি শো রোডিজ-এ গ্যাং লিডার হয়ে আসছেন নায়িকা।

রিয়ার বলিউড কেরিয়ার খুব সুউজ্জ্বল না হলেও সুশান্তের মৃত্যুর পর বলিউডে তাঁর ভরাডুবি অবস্থা। তাই নায়িকার ছোট পর্দায় কাজ করা নিয়ে ভক্তমহলে উঠেছে নানা গুঞ্জন। বলিউডে কাজ না পাওয়ার দরুনই কি রিয়া বেছে নিয়েছেন ছোট পর্দাকে। এই জাতীয় নানা সমালোচনা চলছে নায়িকাকে কেন্দ্র করে।

সোমবার প্রকশ্যে এসেছে রোডিজে গ্যাং লিডার হিসাবে রিয়ার নতুন লুক। এমটিভি রোডিজ সিজিন ১৯ এ গ্যাং লিডার প্রিন্স নরুলা, গৌতম গুলাটিদের সঙ্গে যোগ দিচ্ছেন রিয়াও।

রোডিজ রিয়াকে দেখা যাবে গ্য়াং লিডার হিসাবে। তাঁর রিএন্ট্রি হতেই তিনি একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন তিনি। যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘কী ভেবেছিলেন, আমি ফিরে আসব না? ভয় পেয়ে যাব? এইবার ভয় পাবে অন্য কেউ।’

রিয়ার রোডিজ ১৯-এর প্রোমো সামনে আসার ঘন্টাখানেকের মধ্যেই টুইটারে বিস্ফোরক পোস্ট করেছেন সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিং।

পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা কোনও নাম না করেই লেখেন, ‘তুমি কেন ভয় পাবে? তুমি তো দেহব্য়বসায়ী ছিলে আর থাকবেও। তোমাকে তো সাহস দিচ্ছে প্রভাবশালীরা। তার সঙ্গে প্রিয়াঙ্কা এটাও লিখেছেন, ‘সুশান্তের মৃত্যু তদন্ত কী কারণে এগোচ্ছে না সেই কারণও স্পষ্ট’।

প্রসঙ্গত, ২০২১ সালে শেষবার ‘চেহেরে’ সিনেমায় দেখা গিয়েছিল রিয়াকে। যে ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমির মতো তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন তিনি। পাশাপাশি এই অবশ্য প্রথম নয়, এর আগেও এম টিভির-র সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী। ‘পেপসি এম টিভি ওয়াসআপ’-এর সঞ্চালক ছিলেন তিনি। পরে ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘হাফ গার্লফ্রেন্ড’-এর মতো ছবিতে অভিনয় করেন।

ভিডিও ও ছবি- ইন্সটাগ্রাম ও টুইটার

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version