বেশ কিছুদিন আগেই শেষ হয়েছিল রাজকুমার রাও-এর আগামী ছবি ‘ভিড়’-এর শুটিং। সোশ্যাল মিডিয়ায় শুটিং শেষের খবর জানিয়েছিলেন ছবির পরিচালক অনুভব সিনহা। এইবার প্রকাশ্যে এল ‘ভিড়’ ছবির টিজার।
২০২০ সালে করোনা পরিস্থিতিতে লকডাউন শুরু হয় বিশ্বজুড়ে। সেই সময় ভারতের পরিযায়ী শ্রমিকদের যে দুর্দশা হয়েছিল, টিজারে তার সঙ্গে তুলনা টানা হয়েছে ১৯৪৭ সালের ভারত ভাগের।
সামাজিক প্রেক্ষাপটে তৈরি এই ছবি পুরোটাই শ্যুট করা হয়েছে সাদা-কালোয়। করোনা অতিমারী চলাকালীন আন্তঃরাজ্য ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা লাগু হয়েছিল তা কীভাবে দৈনিক মজুরি বা পরিযায়ী শ্রমিকদের জীবন ধ্বংস করেছিল তার ওপর আলোকপাত করবে এই ছবি।
রাজকুমার রাও ছাড়াও ছবিতে অভিনয় করছেন ভূমি পেডনেকার। এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন অনুভব সিনহা ও ভূষণ কুমার।
এই টিজার শেয়ার করে রাজকুমার রাও সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘আমরা সেই সময়ের গল্প বলছি যখন বাটোয়ারা দেশের নয়, সমাজের হয়েছিল। অন্ধকার সেই সময়ের গল্প, সাদা কালোয়, ‘ভিড়’। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৪ মার্চ, ২০২৩।’
এই ছবির ঘোষণা হয়েছিল অক্টোবরে। সেইসময় রাজকুমার রাও জানিয়েছিলেন, একেবারে অন্য ধারার ছবি হতে চলেছে ‘ভিড়’। যার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ।
এই ছবির পাশাপাশি অনুভব সিনহার আরও একটি সিনেমা আসতে চলেছে। যার নাম ‘আনেক’ এখন এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এই ছবিতে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।