চলচ্চিত্র শিল্পকে দেওয়ার মতো কিছুই নেই এ বারের বাজেটে। দাবি অভিনেত্রী এবং রাজ্যসভার সাংসদ জয়া বচ্চনের। মঙ্গলবার বাজেট প্রস্তাব পাঠ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পর দিন, বুধবার এই ভাষাতেই কেন্দ্রকে নিশানা করলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া।
বাজেট পেশের পর দিন বিরোধী দলগুলি তুমুল বিক্ষোভ দেখায় সংসদে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জয়া বলেন, “আমাদের জন্য বাজেটে কিছু নেই। আমাদের ইন্ডাস্ট্রির (চলচ্চিত্র শিল্প) জন্য কিছুই নেই। দেশের জন্য কিছুই নেই”। তিনি আরও বলেন, “এই বাজেট শুধুই নাটক। কাগজে-কলমে রক্ষিত প্রতিশ্রুতিগুলো কখনো বাস্তবায়ন হয় না।”
এ বারের বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MIB) জন্য ৪,৩৪২ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। গত বছর বরাদ্দকৃত ৪৫ কোটির জায়গায় শিল্প ও সংস্কৃতির জন্য মোট বরাদ্দ ৩৬.৯৩ কোটি টাকা।
উল্লেখ্য, এ বারের বাজেটে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, পুনে (এফটিআইআই)- কে ৮৭.১১ কোটি বরাদ্দ করা হয়েছে। গত বছর যেখানে ৭৩.৪৭ কোটি দেওয়া হয়েছিল । কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই) ৮১ কোটি পাবে। চিলড্রেনস ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়ার জন্য বরাদ্দ গত বছরের থেকে তিনগুণ বাড়িয়ে ৬ কোটি টাকা করা হয়েছে। জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এনএফডিসি)- এ ২৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
প্রসঙ্গত, বাজেটের আগে মিডিয়া ও বিনোদন জগতের অনেকেই সিনেমার টিকিটের ওপর কার্যকর বিনোদন কর কমানোর দাবি জানিয়েছিলেন। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক এবং পরিবেশকদের উপর বেশি হারে কর চাপানোর জন্য দর্শকদের উপর চাপ পড়ছে, যার জেরে টিকিট কেটে সিনেমা দেখার আগ্রহ কমছে বলে মনে করেন তাঁরা।