খবর অনলাইন ডেস্ক: বুধবার পালিত হল মহানায়ক উত্তমকুমারের ৪৪তম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ঠিক ৪৪ বছর আগে ১৯৮০ সালের এই দিনে মাত্র ৫৪ বছর বয়সে প্রয়াত হন মহানায়ক।

এ দিন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ ধনধান্য অডিটোরিয়ামে উত্তমকুমার স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করে। উত্তমের ছবিতে মাল্যোর্পণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানেই ‘মহানায়ক সম্মান’ প্রদান করা হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখার্জি, অম্বরীশ মুখার্জি এবং রুক্মিণী মৈত্রকে। মুখ্যমন্ত্রী নিজে ওই সম্মান শিল্পীদের হাতে তুলে দেন।
এ দিন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে টালিগঞ্জ ট্রাম ডিপোর মোড়ে উত্তমকুমারের মর্মর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বিধায়ক দেবাশীষ কুমার।
এ দিন মুখ্যমন্ত্রী ধনধান্য অডিটোরিয়ামে আসার আগে তোরণ ভেঙে পড়ে। এর ফলে দু’ জন আহত হন।
ছবি: রাজীব বসু
আরও পড়ুন
‘ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছিলাম, দেখলাম মহম্মদ শামি ১৯ তলার ব্যালকনিতে দাঁড়িয়ে…’