সব বিতর্কের অবসান ঘটিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৩০১টি ছবির তালিকায় জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস।
২০২৩ সালের অস্কারের শর্ট লিস্টে উঠে এল ‘দ্য কাশ্মীর ফাইলস’। অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে খবরটা জানতেই টুইট করলেন বিবেক। তবে শুধু ‘দ্য কাশ্মীর ফাইলস’ নয়। অস্কারের এই তালিকায় জায়গা করে নিল ‘গঙ্গুবাঈ’, ‘আরআরআর’, ‘কান্তারা’, ‘ছেল্লো শো’ ছবিও জায়গা করে নিয়েছে এই তালিকায়।
এটি ভারত থেকে অস্কারে নির্বাচিত ৫টি চলচ্চিত্রের মধ্যে একটি। এই সুখবরটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার সঙ্গে যুক্ত সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। শুধু তাই নয়, পল্লবী জোশী, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার এবং অনুপম খের প্রত্যেকেই সেরা অভিনেতার শর্টলিস্টে রয়েছেন।
প্রতিবছরই বিশেষ কিছু ছবিকে নিয়ে রিমাইন্ডার লিস্ট তৈরি করা হয় অ্য়াকাডেমির তরফ থেকে। এবার ৩০১ টি ছবিকে নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ তালিকা। যার মধ্যে জায়গা করে নিল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’।
ছবি ও ভিডিও সৌজন্যে- ইন্সটাগ্রাম।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

