মুক্তি পেল ‘ফুকরে ৩’ ছবির ট্রেলার ৷ পরিচালক মৃগদীপ সিং লাম্বার এই ছবিতে এইবারও দেখা গেল হাসির ছড়াছড়ি ৷
মঙ্গলবার প্রকাশ্যে এল ‘ফুকরে ৩’ ছবির ট্রেলার। এইবারও নতুন কান্ড নিয়ে বড়পর্দায় ফিরছে ছবির পুরো দল।
প্রসঙ্গত, চলতি বছরের ৩ মার্চ শুরু হয়েছিল ‘ফুকরে ৩’ ছবির শ্যুটিং। কমেডি ফিল্ম ফ্র্যাঞ্চাইজির পরিচালক মৃগদীপ সিংহ লাম্বা ও প্রযোজনা করেছেন রিতেশ সিধওয়ানি ও ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট।
এই ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্ব মুক্তি পায় ২০১৩ সালে, এবং এই ছবির সিক্যুয়েল ‘ফুকরে রিটার্নস’ মুক্তি পায় ২০১৭ সালে। পুলকিত, বরুণ ও মনজোৎ ছাড়াও এই ফ্র্যাঞ্চাইজির বিভিন্ন ছবিতে পঙ্কজ ত্রিপাঠী, রিচা চড্ডা, আলি ফজল অভিনয় করেছেন।
পড়ুন: আলিয়া ও রণবীর একান্তে কোথায় ছুটি কাটাচ্ছেন? কী বক্তব্য নেটবাসীর?
মগ্নদীপ সিং লাম্বার পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন প্রত্যেকে। প্রযোজনায় রীতেশ সিধওয়ানি ও ফারহান আখতার। আগের দু’টি সিনেমায় জফর হিসেবে আলি ফজলকে দেখা গেছে।
কিন্তু ‘ফুকরে ৩’ ছবিতে আলির চরিত্রের দেখা মেলেনি। আগামী ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ফুকরে ৩’।
ভিডিও- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন