Homeবিনোদন‘ছাওয়া’-র পর শুরু বিতর্ক! ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে বিতর্কিত তথ্য না সরানোর...

‘ছাওয়া’-র পর শুরু বিতর্ক! ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে বিতর্কিত তথ্য না সরানোর অভিযোগ, ৪ উইকিপিডিয়া এডিটরের বিরুদ্ধে মামলা

প্রকাশিত

মরাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে বিতর্কিত তথ্য না সরানোর অভিযোগে ৪-৫ জন উইকিপিডিয়া এডিটরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। সূত্রের খবর, অভিযুক্ত ব্যক্তিরা উইকিপিডিয়ায় সম্ভাজি মহারাজ সম্পর্কে ভুল তথ্য সম্পাদনা ও প্রচার করেছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উইকিমিডিয়া ফাউন্ডেশনকে বিতর্কিত তথ্য সরানোর অনুরোধ জানিয়ে ১৫টি ইমেল পাঠিয়েছিল সাইবার সেল। কিন্তু উইকিপিডিয়া কোনও প্রতিক্রিয়া জানায়নি। পুলিশের নোটিশে উল্লেখ করা হয়, এই আপত্তিকর বিষয়বস্তু সম্ভাজি মহারাজের হাজারও অনুগামীর মধ্যে অসন্তোষ তৈরি করতে পারে।

অবশেষে, কোনও সাড়া না পেয়ে উইকিপিডিয়া এডিটরদের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় সাইবার সেল।

পুলিশ জানিয়েছে, উইকিপিডিয়ার এই পদক্ষেপ তথ্যপ্রযুক্তি (আইটি) আইনের ৬৯ ও ৭৯ ধারা লঙ্ঘন করেছে। এই আইনের অধীনে অনলাইন তথ্য পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের ক্ষমতা রাখে সরকার।

বলিউড ছবি ‘ছাওয়া’-র পর বিতর্ক শুরু

এই বিতর্কিত তথ্যের বিরুদ্ধে অভিযোগ বলিউড চলচ্চিত্র “ছাওয়া” মুক্তির পরেই তীব্র আকার নেয়। ছবিটি ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে, যেখানে ভিকি কৌশল সম্ভাজি মহারাজের চরিত্রে এবং রশ্মিকা মন্দানা মহারানি যেশুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস সাইবার সেলকে উইকিপিডিয়ার সঙ্গে দ্রুত যোগাযোগ করার নির্দেশ দেন। তিনি বলেন, “উন্মুক্ত প্ল্যাটফর্মে ইতিহাস বিকৃতির কোনও স্থান নেই এবং এই ধরনের কাজ বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “অভিব্যক্তির স্বাধীনতা সীমাহীন নয়। অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই।”

উল্লেখ্য, উইকিপিডিয়া একটি উন্মুক্ত উৎসভিত্তিক অনলাইন এনসাইক্লোপিডিয়া, যা স্বেচ্ছাসেবীদের দ্বারা পরিচালিত হয় এবং এটি ভারতের নিয়ন্ত্রণের বাইরে কাজ করে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।