বলিউড বাদশার হাতে একগুচ্ছ কাজ। এই মুহূর্তে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন ‘জওয়ান’ ছবি নিয়ে। সেই কারণে এক গুরুত্বপূর্ণ বিষয় থেকে বাদ পড়ল শাহরুখের নাম।
বুধবার নবান্নে ছিল শিল্প সংক্রান্ত বৈঠক। সেই বৈঠক থেকেই বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার পর্যটন বিপণনের জন্য এবার অভিনেতা দেবকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে অভিনেতা ও সাংসদ দেব-ও উপস্থিত ছিলেন।
মাননীয়া মুখ্যমন্ত্রী আচমকাই বলে বসেন শাহরুখের বদলে দেবকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে কাজ করার কথা। আচমকা দিদির এই অনুরোধ শুনে খানিক হকচকিয়ে যান অভিনেতা-সাংসদও। তিনি বলে ওঠেন, ‘আমি?’ এরপরেই দেবকে পর্যটন দফতর থেকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদিও সরকারি ভাবে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলিউড বাদশা শাহরুখ খান। কিন্তু শাহরুখ তো খুব ব্যস্ত। তাই তুমি পর্যটনের অ্যাম্বাসাডর হয়ে যাও। এই ব্যাপারে দেবের মতামত জানতে চান মমতা। প্রশ্ন করেন, ‘দেব তুমি কিছু বলবে?’ তাতে হেসে ফেলেন দেব। এদিক ওদিক তাকিয়ে জবাব দেন, ‘না না, কিছু বলব না।‘
এই বৈঠকে মমতা বলেন বাংলার পর্যটনের জন্য ভিডিও বা বিজ্ঞাপন বানানোর দায়িত্ব নেবেন পরিচালক গৌতম ঘোষ। এই বৈঠকে শুধু পর্যটন শিল্প নয়, সিনেমা শিল্পের অগ্রগ্রতির কথাও বলেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, বাংলায় সিনেমা শিল্পে বিনিয়োগ বাড়লে পর্যটনও বাড়বে।
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।