পুজোয় আসছে সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘দশম অবতার’। প্রকাশ্যে এল এই ছবির নতুন চমক। মুক্তি পেল ছবির ট্রেলার।
সৃজিতের কপ ইউনিভার্সে অন্যতম চমকপ্রদ দুই চরিত্র জয়া এহসান ও যিশু সেনগুপ্ত। টানটান তিন মিনিট ১৪ সেকেন্ডের ট্রেলার। সেখানে একদিকে যেমন রয়েছে মর্মান্তিক মৃত্যু, আবার তেমনই টানটান উত্তেজনা। সিরিয়ার কিলারের খোঁজ করে চলেছে পুলিশ। জয়া অর্থাৎ এক মহিলা তাদের খোঁজ দিল সেই দশম অবতারের।
যিশু সেনগুপ্ত যেন বিষ্ণুর দশম অবতার। তার কাছেই রয়েছে বহু সমস্যার সূত্র। সে মনে করে এই পৃথিবীতে সে কিছুদিনের জন্যেই এসেছে কিছু কাজ শেষ হলেই আবারও ফিরে যাবে।
পড়ুন: ফের কী কাণ্ড করে বসলেন আলিয়া? কী জানালেন সোনি রাজদান?
‘দশম অবতার’ ছবিতে প্রথমবার কপ ইউনিভার্স নিয়ে আসছেন সৃজিত। ‘বাইশে শ্রাবণ’ -এ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চরিত্র প্রবীর রায় চৌধুরী এবং ‘ভিঞ্চি দা’ ছবিতে অনির্বাণ ভট্টাচার্য অভিনীত বিজয় পোদ্দার এক হবেন সৃজিতের ‘দশম অবতার’-এ। পুরোদস্তুর থ্রিলার এই ছবিতে দুজনে মিলে করবেন রহস্যের সমাধান।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন যীশু সেনগুপ্ত। যদিও তাদের চরিত্র নিয়ে এখনই কিছু জানা যায়নি। এমনকি ছবির গল্পকেও এখনই সামনে আনতে নারাজ সৃজিত।
‘বাইশে শ্রাবণ’ এবং ‘ভিঞ্চি দা’র দুই দুঁদে পুলিশ অফিসার অর্থাৎ প্রবীর রায়চৌধুরী এবং এসিপি পোদ্দার দুজনেই থাকবেন সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’-এ। ফলে রোমহর্ষক থ্রিলার যে এইবারের পুজোয় দর্শকরা দেখতে পাবেন তা আর বলার অপেক্ষা রাখে না।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন