ফের সুখবর টলিপাড়ায়। সব মান-অভিমানের পর্ব মিটিয়ে এক হলেন দেব ও সৃজিত মুখোপাধ্যায়।
সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে ফের অভিনয় করতে চলেছেন দেব। চমক এখানেই শেষ নয়, সৃজিতের নতুন এই ছবিতে দেবের বিপরীতে অভিনয় করতে চলেছেন রুক্মিণী মৈত্র। দীর্ঘদিন ধরেই সৃজিতের ছবিতে দেবের অভিনয় করা নিয়ে জল্পনা চলছিল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল ভাবেই খবরটি ঘোষণা করেছেন সুপারস্টার দেব। আগামী বছর মুক্তি পাবে এই ছবি। সৃজিত এবং রুক্মিণীর সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে দেব লিখেছেন, ‘অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০২৪ সালে।’
ঐতিহাসিক না কি বাণিজ্যিক নাকি কমার্শিয়াল কোন ছবিতে দেখা যাবে তাঁদের? সৃজিত মুখোপাধ্যায় বলছেন, খেলা হবে। তাহলে কি রাজনৈতিক প্রেক্ষাপটের কোনও ছবি। তবে, এইকথা পরিষ্কার দেবের প্রযোজনাতেই আসতে চলেছে এই সিনেমা। পর্দায় রিলিজ করবে ২০২৪ সালে।
পড়ুন: বড় ঘোষণা কৃতী শ্যাননের, নতুন প্রযোজনা সংস্থা খুললেন অভিনেত্রী
তবে, সৃজিতের হাতে রয়েছে এখন অনেক কাজ। কানাঘুষো খবর, বিনা দাসের বায়োপিক বানাতে চলেছেন তিনি। দশম অবতার নিয়েও প্ল্যানিং চলছে।
দেবের সব ছবিতে কেন রুক্মিণী মৈত্র? এই নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই দেবকে তুলোধোনা করলেন একটাই কারণে। তাঁদের একটাই কথা, ‘রুক্মিণীকে সব জায়গায় নেওয়ার কারণ কী? তাঁকে ছাড়া কী আর অন্য কোনও নায়িকা তিনি খুঁজে পান না’।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us