Homeবিনোদনদেবের প্রযোজনায় বড়ো পর্দায় আসছে নটী বিনোদনী 

দেবের প্রযোজনায় বড়ো পর্দায় আসছে নটী বিনোদনী 

প্রকাশিত

একের পর এক ছবি ঘোষণা করছেন প্রযোজক দেব। মুম্বইনিবাসী বাঙালি পরিচালকের সঙ্গে হাত মেলালেন দেব। নটী বিনোদিনীকে বড়ো পর্দায় আনছেন তিনি। স্টার থিয়েটার ও গিরিশচন্দ্র ঘোষের কথা উঠলেই চলে আসে আরও একটি নাম।

মঞ্চে তাঁর অভিনয় দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। বিনোদিনী দাসীর ক্থা এখানে উঠে আসছে। মঞ্চে তিনি পরিচিত নটী বিনোদিনী নামে। এই বার সেই বর্ণময় চরিত্রকে পর্দায় তুলে ধরছেন দেব।

প্রমোদ ফিল্মস থেকে প্রতীক চক্রবর্তী এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগিতায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস থেকে দেব অধিকারী প্রযোজিত এই ছবিটি বাংলা এবং মুম্বইয়ের প্রতিভাবান অভিনেতাদের একটা সম্পূর্ণ দল নিয়ে কাজ করছে।

দেব জানিয়েছেন, “এটা বাংলা থিয়েটার এবং বিনোদিনী দাসীর দেড়শো বছর পূর্তির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা”, বলেছেন প্রযোজক দেব অধিকারী। তিনি আরও বলেন, “রামকমল যখন এই প্রজেক্টটার কথা বলেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে, আমাদের সঠিক দৃষ্টিভঙ্গীর অধীনে থেকে এই গল্পটা বলা দরকার। তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং তাঁর উৎসর্গ নিয়ে প্রশ্ন তোলা যায় না।”

এই ছবিতে নটীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। তার পরনে গেরুয়া বসন। খোলা চুল। কপালে কাটা তিলক। গায়ে গেরুয়া উত্তরীয়, কণ্ঠী। রয়েছে পৈতেও। মঞ্চে নটী বিনোদিনীর ভঙ্গিমাতেই দু’ হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে গিরিশ ঘোষ, অমৃতলাল, জ্যোতিরিন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, কুমার বাহাদুর এবং রঙ্গবাবুর মতো চরিত্রদেরও। তবে কে কোন ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও ঠিক হয়নি। যদিও এই সিনেমায় কোনো চরিত্রে দেবকে অভিনয় করতে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। তবে ছবির পিছনের কারিগর যে তিনি সেটা স্পষ্ট করেছেন।

ছবি- ইন্সটাগ্রাম।

বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

শাহবাজের দুর্দান্ত প্রত্যাবর্তন, রঞ্জি ট্রফির ম্যাচে গুজরাতকে চাপে ফেলল বাংলা

কলকাতা: পাঁচ মাসের বিরতির পর চোটমুক্ত হয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বাংলার শাহবাজ আহমেদ। ডান...

বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, সোমবারই ঘোষণা কমিশনের — ১ নভেম্বর থেকে ঘরে ঘরে বিএলও

নির্বাচন কমিশন সোমবার ঘোষণা করবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR)-এর দিনক্ষণ। পশ্চিমবঙ্গ-সহ ১৫টি রাজ্যে মঙ্গলবার থেকেই কাজ শুরু। ১ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও।

অস্ত্র-সহ আলফা (স্বাধীন)-এর সদস্য গ্রেফতার, উদ্ধার আরপিজি ও বিপুল গোলাবারুদ

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: নিরাপত্তাবাহিনীর হাতে আবার ধরা পড়ল আলফা (স্বাধীন) সংগঠনের এক দুর্ধর্ষ ক্যাডার।...

স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পের সমাজ ও সময়ের প্রতিফলন — আঠারোটি প্রবন্ধে বৈচিত্র্যে ভরপুর সংকলন

‘স্বাধীনতা-পরবর্তী বাংলা ছোটগল্পে সমাজ ও সময়ের দ্বন্দ্ব’ সংকলনে আঠারোটি প্রবন্ধের মাধ্যমে প্রতিফলিত হয়েছে স্বাধীনোত্তর বাংলার সমাজ, রাজনীতি ও মানুষের অন্তর্জগৎ। সম্পাদনায় ড. রামেন্দ্র দাস।

আরও পড়ুন

শাহরুখ খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে শুরু হচ্ছে দুই সপ্তাহব্যাপী ‘শাহরুখ খান ফিল্ম ফেস্টিভ্যাল’

খবর অনলাইন ডেস্ক: বলিউডের ‘কিং খান’ শাহরুখ খান এবার ভক্তদের জন্য নিয়ে আসছেন এক...

শতবর্ষে স্মরণ অভিনেতা সন্তোষ দত্তকে, কলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষ প্রদর্শনী

‘জটায়ু’-খ্যাত অভিনেতা সন্তোষ দত্তের জন্মশতবর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজিত হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। নাতি পি রাজ জানিয়েছেন, প্রয়োজনে তিনি বিরল ছবি ও স্মারক সামগ্রী উৎসব আয়োজকদের সঙ্গে ভাগ করবেন।

আনন্দের মাঝেই শোক, দীপাবলীর রাতে না ফেরার দেশে বর্ষীয়ান অভিনেতা আসরানি

দীপাবলীর আনন্দের মধ্যেই শোকস্তব্ধ বলিউড। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা ও কৌতুকশিল্পী আসরানি। বয়স হয়েছিল ৮৪ বছর। শোলে-র জেলর চরিত্রে আজও অমর তিনি।