একের পর এক ছবি ঘোষণা করছেন প্রযোজক দেব। মুম্বইনিবাসী বাঙালি পরিচালকের সঙ্গে হাত মেলালেন দেব। নটী বিনোদিনীকে বড়ো পর্দায় আনছেন তিনি। স্টার থিয়েটার ও গিরিশচন্দ্র ঘোষের কথা উঠলেই চলে আসে আরও একটি নাম।
মঞ্চে তাঁর অভিনয় দেখতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন। বিনোদিনী দাসীর ক্থা এখানে উঠে আসছে। মঞ্চে তিনি পরিচিত নটী বিনোদিনী নামে। এই বার সেই বর্ণময় চরিত্রকে পর্দায় তুলে ধরছেন দেব।
প্রমোদ ফিল্মস থেকে প্রতীক চক্রবর্তী এবং অ্যাসোর্টেড মোশন পিকচার্সের সহযোগিতায়, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস থেকে দেব অধিকারী প্রযোজিত এই ছবিটি বাংলা এবং মুম্বইয়ের প্রতিভাবান অভিনেতাদের একটা সম্পূর্ণ দল নিয়ে কাজ করছে।

দেব জানিয়েছেন, “এটা বাংলা থিয়েটার এবং বিনোদিনী দাসীর দেড়শো বছর পূর্তির প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা”, বলেছেন প্রযোজক দেব অধিকারী। তিনি আরও বলেন, “রামকমল যখন এই প্রজেক্টটার কথা বলেছিলেন, তখন আমার মনে হয়েছিল যে, আমাদের সঠিক দৃষ্টিভঙ্গীর অধীনে থেকে এই গল্পটা বলা দরকার। তিনি এই বিষয়ে অত্যন্ত কঠোর পরিশ্রম করছেন এবং তাঁর উৎসর্গ নিয়ে প্রশ্ন তোলা যায় না।”

এই ছবিতে নটীর চরিত্রে অভিনয় করছেন রুক্মিণী মৈত্র। তার পরনে গেরুয়া বসন। খোলা চুল। কপালে কাটা তিলক। গায়ে গেরুয়া উত্তরীয়, কণ্ঠী। রয়েছে পৈতেও। মঞ্চে নটী বিনোদিনীর ভঙ্গিমাতেই দু’ হাত তুলে দাঁড়িয়ে রয়েছেন রুক্মিণী মৈত্র। বিনোদিনী ছাড়াও এই সিনেমায় দেখা যাবে গিরিশ ঘোষ, অমৃতলাল, জ্যোতিরিন্দ্রনাথ, শ্রীরামকৃষ্ণ, কুমার বাহাদুর এবং রঙ্গবাবুর মতো চরিত্রদেরও। তবে কে কোন ভূমিকায় অভিনয় করছেন, তা এখনও ঠিক হয়নি। যদিও এই সিনেমায় কোনো চরিত্রে দেবকে অভিনয় করতে দেখা যাবে কিনা তা এখনও জানা যায়নি। তবে ছবির পিছনের কারিগর যে তিনি সেটা স্পষ্ট করেছেন।
ছবি- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

