খবর অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় নিশ্চিত করা হয়েছে। এক সপ্তাহ আগেও চিকিৎসা পরীক্ষার জন্য একই হাসপাতালে গিয়েছিলেন অভিনেতা। তাঁর স্বাস্থ্যের বিষয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ধর্মেন্দ্রের স্ত্রী ও অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী এক্স-এ (পূর্বে টুইটার) স্বামীর স্বাস্থ্য নিয়ে আপডেট দিয়েছেন। তিনি ধর্মেন্দ্রের হাসিমুখের একটি সাম্প্রতিক ছবি শেয়ার করে লেখেন, “ধরমজির বিষয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। তিনি এখন হাসপাতালে পর্যবেক্ষণে আছেন, চিকিৎসকেরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন। আমরা সকলে তাঁর পাশে আছি। সকলকে অনুরোধ করছি, তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।” হেমা মালিনীকে সোমবার হাসপাতালে দেখা গিয়েছে।
এর আগে, ধর্মেন্দ্রের ছেলে সানি দেওল এক বিবৃতিতে জানান, “ধর্মেন্দ্রজি স্থিতিশীল আছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন। অনুরোধ করছি, সকলেই তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন এবং পরিবারের গোপনীয়তা বজায় রাখুন।”
সানি দেওলকে তাঁর ছেলে করণ দেওল-সহ হাসপাতালে আসতে দেখা যায়। সানি গাড়ির সামনের সিটে বসে ছিলেন, মুখে হাত দিয়ে কিছুটা চিন্তিত দেখাচ্ছিল তাঁকে। করণ পেছনের সিটে মোবাইলে ব্যস্ত ছিলেন।
এর আগে, মাসের শুরুতে ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠলে, হেমা মালিনী সাংবাদিকদের বলেন যে তিনি ‘ঠিক আছেন’, এবং সবাইকে ধন্যবাদ জানান তাঁদের উদ্বেগের জন্য।
কাজের দিক থেকে, ধর্মেন্দ্রকে পরবর্তীবার দেখা যাবে পরিচালক শ্রীরাম রাঘবনের নতুন ছবি ‘ইক্কিস’-এ, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং অভিনেতা জয়দীপ আহলাওয়াত।


