Home বিনোদন রাজ চক্রবর্তী বিস্ফোরক কী মন্তব্য করলেন? কী ইঙ্গিত দিলেন পরিচালক?

রাজ চক্রবর্তী বিস্ফোরক কী মন্তব্য করলেন? কী ইঙ্গিত দিলেন পরিচালক?

একেবারে আনন্দে-খুশিতে ভরপুর সংসার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সংসার। ২০১৮ সালের ১১মে বিয়ে করেছিলেন তারা। প্রথম সন্তান ইউভানের পরে আবারও কোল আলো করে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছে শুভশ্রী।

0

একেবারে আনন্দে-খুশিতে ভরপুর সংসার    জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী ও শুভশ্রীর সংসার। ২০১৮ সালের ১১মে বিয়ে করেছিলেন তারা। প্রথম সন্তান ইউভানের পরে আবারও কোল আলো করে দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছে শুভশ্রী।

তবে রাজ চক্রবর্তীর আর দেরি সইছেনা। সন্তানের মুখ দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করে আছেন তিনি। সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে তার উচ্ছ্বাসেরও শেষ নেই।

তবে এইসব আনন্দের মধ্যে রাজ চক্রবর্তী এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন। আচমকা  এই কথা বললেন কেন পরিচালক।

রাজ চক্রবর্তী মানেই তিনি স্টার তৈরি করেন। তাঁর থেকে ভাল  স্টোরিলাইন বর্তমানে কেউ তৈরি করতে পারেন না। একটা সময় শিয়ালদহ দিয়ে নিয়মিত যাতায়াত করতেন তিনি। টিকিট কাটার আগে অন্তত পাঁচবার ভাবতে হত।  হালিশহরের ছেলে শিবু চক্রবর্তী থেকে রাজ চক্রবর্তী হয়ে উঠতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে।

একসময় নন্দনে তিনি টিকিট বিক্রি করেছেন। কিন্তু, তারপরেও তাঁর মনে হয় সেইসব দিনগুলো ছিল বলেই তিনি নিজেকে আজও ধরে রাখতে পেরেছেন।

 রাজ বলেন, ‘নন্দনে আড্ডা মেরেছি, টিকিট বিক্রি করেছি। আমার মনে হয়, যারা আমাদের মত মফসসল থেকে আসে, তাদের একটু সাফল্য পেলেই মাথা ঘুরে যায়। আমার সেটা মনে না হওয়ার পেছনে একটা বিরাট কারণ রয়েছে। কারণ, আমি মনে করি আমায় প্রতিদিন পারফর্ম করতে হবে। প্রতিদিনই চেষ্টা করতে হবে নিজের সেরাটা কীভাবে দেওয়া যায়। সেটা ঠিকমত না করলেই বিপদ।‘

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version