Home বিনোদন মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন কৃতি, ছবির পরিচালক কে?

মীনা কুমারীর বায়োপিকে অভিনয় করবেন কৃতি, ছবির পরিচালক কে?

বর্তমানে বলিউডে বায়োপিকের দারুণ রমরমা। বলিউডের অন্দরের খবর মীনা কুমারীর বায়োপিক তৈরি করতে চান বলিউডের একজন নতুন পরিচালক। সেই ছবিতে মীনা কুমারীর ভূমিকায় না কি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী কৃতি স্যানন।

বর্তমানে বলিউডে বায়োপিকের দারুণ রমরমা। বলিউডের অন্দরের খবর মীনা কুমারীর বায়োপিক তৈরি করতে চান বলিউডের একজন নতুন পরিচালক। সেই ছবিতে মীনা কুমারীর ভূমিকায় না কি অভিনয় করতে চলেছেন অভিনেত্রী কৃতি স্যানন।

বি-টাউনে যে অনুষ্ঠানই হোক। প্রায় বেশিরভাগ তারকাই পড়ে থাকেন মুম্বাইয়ের প্রথম সারির  ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার পোশাক। তবে এইবার তিনি আর শুধু পোশাকশিল্পী হিসাবে নয়। তাঁর নামের সাথে জুড়ল পরিচালক শব্দটি।

মনীশ মালহোত্রা তৈরি করতে চলেছেন মীনা কুমারীর বায়োপিক। এই ছবির সুবাদেই পরিচালক হিসেবে ডেবিউ করছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বৈজু বাওরা’, ‘পাকিজা’ খ্যাত ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা মীনা কুমারীর জীবনকাহিনী রুপোলি পর্দায় তুলে ধরার ইচ্ছেপ্রকাশ করেছেন মনীশ মালহোত্রা। পরিচালনার এই ইচ্ছে যে তাঁর দীর্ঘদিনের সেকথাও উল্লেখ করেন তিনি। চিত্রনাট্যের কাজ চলছে আপাতত। মীনা কুমারীর বায়োপিকের প্রযোজনা করবেন টি সিরিজ-এর কর্ণধার ভূষণ কুমার।

পড়ুন: উদভ্রান্তের মতো ছুঁটছেন কেন আলিয়া? মুক্তি পেল ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র নতুন গান ‘ঝুমকা’

উল্লেখ্য, ষাট-সত্তরের দশক কাঁপানো এই অভিনেত্রীর ভূমিকায় বলিউডের কোন নায়িকাকে কাস্ট করবেন, সেটাও প্রায় চূড়ান্ত করে ফেলেছেন মনীশ মালহোত্রা। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, মীনা কুমারীর ভূমিকায় অভিনয়ের জন্য কৃতি স্যাননই তাঁর প্রথম পছন্দ। প্রাথমিক পর্যায়ে কথাবার্তাও এগিয়েছে।

কৃতী জানান, ‘আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু মানুষ আছেন যাঁরা আইকনিক। কিন্তু তাঁদের সম্পর্কে সাধারণ মানুষ খুব কমই জানেন।তাঁদের জীবনের নানা ওঠাপড়া থেকে গিয়েছে আড়ালেই। তেমনই মানুষ মধুবালাজী। তিনি ছাড়াও কখনও মীনা কুমারীকে নিয়ে বায়োপিক হলেও তাঁর চরিত্রে পর্দায় ফুটিয়ে তুলতে চাই আমি। দু’জনেই কিংবদন্তী। আমি নিজেও তাঁদের সম্পর্কে আরও বেশি করে জানতে চাই।’

এই মুহূর্তে নায়িকার ভূমিকায় কৃতীর আকাশ ছোঁয়া চাহিদা। বিশেষ করে ‘মিমি’ ছবির পর থেকে বিভিন্ন ধরনের ছবিতে পরিচালকরা তাঁকে কাস্ট করছেন। 

২০১৪ সালে টাইগার শ্রফের সঙ্গে ‘হিরোপন্তি’ ছবি দিয়ে তিনি কেরিয়ার শুরু করেন। প্রথম ছবি থেকেই তিনি নিজের একটা জায়গা করে নিয়েছেন টিনসেল টাউনে। একের পর এক সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। ‘মিমি’, ‘বারেলি কি বরফি’, ‘লুকা ছুপি’, ‘রাবতা’-তালিকাটা লম্বা ছবির। এই সব ছবিতেই তিনি নিজের একটা ছাপ রেখেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রায় বেশিরভাগ সময় সক্রিয় থাকেন কৃতী। তিনি প্রায়ই ইনস্টাগ্রামে নিজের লেখা কবিতা পোস্ট করেন। আবার কখনও কবিতা না হলেও, নিজের স্বাভাবিক একটা ভাবনার কথা সুন্দর শব্দবন্ধনীতে প্রকাশ করেন। সম্প্রতি কৃতী ব্লু বাটারফ্লাই ফিল্মস নামে নিজের প্রযোজনা সংস্থা খুলেছেন।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version