আসছে পরিচালক নীলাঞ্জন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গুডবাই ভেনিস’। ছবির ঘোষণা আগেই করা হয়েছিল। এইবার প্রকাশ্যে এল অভিনেতা ও অভিনেত্রীদের নাম।
কলেজের পর সময়ের নিয়মে ছাড়াছাড়ি হয়ে যাওয়া পাঁচ বন্ধু বহুদিন পর আবার মিলিত হয় একটি রোড ট্রিপের জন্য এবং সেই রোড ট্রিপের শেষে কি হয় সেটা নিয়েই এই গল্প।
তবে প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে চার জন কে,পেছনে ভেনিসের প্রেক্ষাপট। তাহলে পাঁচ নম্বর বন্ধুটি কোথায়? সম্পর্কের ভাঙা গড়ার গল্প বলবে এই ছবি।
এইবার বড় পর্দায় ডেবিউ করতে চলেছেন অভিনেতা নীল ভট্টাচার্য।
ছবিতে নীল ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন সৌরভ দাস , দর্শনা বণিক, নীল ভট্টাচার্য, দিব্যাশা দাসের মতো শিল্পীরা।
ছবিটি পরিচালনা করছেন নীলাঞ্জন মুখোপাধ্যায়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন অর্ণব লাহা। ছবিটি প্রযোজনা করছে কুইন্টেলস স্টুডিওস। সুর এবং সঙ্গীতায়োজন করবেন সৌম্য ঋত। ছবির অ্যালবামে থাকছে সৌম্য ঋতের লেখা এবং সুর করা পাঁচটি গান।
২০২৪ সালের মার্চের মধ্যেই শ্যুটিং শুরু হওয়ার কথা ‘গুডবাই ভেনিস’-র। ছবির সম্পূর্ণ শ্যুটিং হবে ইতালিতে। খুব তাড়াতাড়ি ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতারা।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন