ভারতের জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা কপিল শর্মার নতুন ব্যবসায় শুরুতেই বিপত্তি। কানাডার টরন্টোতে সদ্য খোলা তাঁর ক্যাফে ‘Cups Cafe’-তে এলোপাথাড়ি গুলি চালাল একদল দুষ্কৃতী।
ঘটনাটি ঘটেছে ৯ জুলাই ভোরবেলা। জানা গিয়েছে, সবে মাত্র খুলেছে ক্যাফে, এমন সময় একটি গাড়িতে এসে ক্যাফের বাইরে থেকে কয়েকজন দুষ্কৃতী গুলি চালাতে শুরু করে। তবে এই হামলায় এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে হরজিৎ সিং লাড্ডি নামে এক ব্যক্তি। তিনি খালিস্তানি জঙ্গি সংগঠন বাব্বর খালসা ইন্টারন্যাশনাল-এর সদস্য এবং এনআইএ-র ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা একজন জঙ্গি।
লাড্ডি একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, “সাম্প্রতিক সময়ে কিছু বিষয়ে কপিল শর্মার মন্তব্য আমাদের ভাবাবেগে আঘাত করেছে। এটি কোনও বড় হামলা নয়, শুধু একটি সতর্কবার্তা।” যদিও ঠিক কী মন্তব্যের প্রসঙ্গে তিনি এই দাবি করেছেন, তা স্পষ্ট নয়।
উল্লেখযোগ্য যে, এই হরজিৎ সিং লাড্ডির বিরুদ্ধে পাঞ্জাবের বিশ্ব হিন্দু পরিষদ নেতা বিকাশ প্রভাকর ওরফে বিকাশ বাগ্গা হত্যারও অভিযোগ রয়েছে।
এছাড়াও, বিশ্লেষকরা মনে করছেন, বলিউড সেলিব্রিটিদের উপর হুমকির এই ধারাবাহিকতা আশঙ্কাজনক। গত বছরই বিশ্নোই গ্যাং সলমন খানের বাড়িতে গুলি চালিয়েছিল। তার আগে একই গ্যাং-এর নাম জড়িয়ে ছিল গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে।
‘Cups Cafe’ মূলত কপিলের উদ্যোগ হলেও ক্যাফের দৈনন্দিন পরিচালনার দায়িত্বে রয়েছেন তাঁর স্ত্রী গিন্নি চত্রাথ। এই ঘটনায় তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এখনও পর্যন্ত কপিল শর্মা বা তাঁর পরিবারের তরফে এই ঘটনার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনদের শনাক্ত করতে ক্যাফে ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
#BREAKING: कनाडा में कपिल शर्मा के रेस्टोरेंट पर फायरिंग! पुलिस जांच में जुटी, अधिक जानकारी का इंतजार।#KapilSharma #CanadaShooting #BreakingNews pic.twitter.com/A2WipbLCRI
— Jayprakash Tiwari 🇮🇳 (@JAYPRAKASHINC) July 10, 2025