অভিনেতা হৃতিক রোশন শুরু করতে চলেছে জীবনের আরও এক নতুন অধ্যায়। বয়স ৫০-র কোঠায় হলেও আজও তিনি অধিকাংশের পছন্দের নায়ক। খুব শিঘ্রই না কি বলিউডের গ্রিক গড পরিচালকের আসনে বসতে চলেছেন। এমনটাই বলিউডের অন্দরের খবর।
শেষমেষ বাবা রাকেশ রোশনের কাছেই সাংবাদিকেরা ধরনা দিলেন। সাংবাদিকরা রাকেশকে প্রশ্ন করেন সত্যিই কী হৃতিক পরিচালক হতে প্রস্তুতি নিচ্ছেন।
রাকেশ জানিয়েছেন, ‘হৃতিক অবশ্যই সিনেমা বানাবে, যদিও আমি জানি না কখন। ‘কহো না পেয়ার হ্যায়’ ছবিতে নায়ক হওয়ার আগেও আমাকে কয়েকটি ছবিতে ও সাহায্য করেছিল। সুতরাং বলতে পারেন, অনেক লম্বা সময় ধরেই সে পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। তবে কবে নাগাদ হৃতিককে ‘অ্যাকশন’, ‘কাট’, ‘প্যাক আপ’ বলতে শোনা যাবে, তা এখনো জানেন না রাকেশ।‘
সম্প্রতি একটি সংস্থার বিজ্ঞাপন ভিডিও পরিচালনা করেছেন বলিউডের গ্রিক গড। জানা গেছে, সংস্থার সঙ্গে প্রায় ২৫ বছর ধরে যুক্ত আছেন হৃতিক। এইবার সেই সংস্থার হয়ে বিজ্ঞাপন পরিচালনা করলেন নায়ক। আর হৃতিকের এই কাজ দেখে অনেকেই অনুমান পরিচালনার কাজে পা রাখতে পারেন অভিনেতা।
বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত তিনি। আগামী বছর মুক্তি পাবে ফাইটার। এটি তাঁর পরবর্তি ছবি। ছবিতে সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অভিনয় করেছেন হৃতিক। এই ছবিতে জুটি বাঁধবেন দীপিকার সঙ্গে। যা নিয়ে বেশ আশাবাদী দর্শকেরা। অন্যদিকে তৈরি হচ্ছে কৃষ ৪। ফের হৃতিক রোশনকে দেখা যাবে কৃষের ভূমিকায়।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us