Home বিনোদন ঐশ্বর্য রাই বচ্চন সম্বন্ধে এই তথ্যগুলি কী জানেন? এই ৭ টি অজানা...

ঐশ্বর্য রাই বচ্চন সম্বন্ধে এই তথ্যগুলি কী জানেন? এই ৭ টি অজানা কাহিনী জেনে নিন

শুধু বলিউড নয়, হলিউডেও সকলে একডাকে চেনেন অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। শুধু রূপ-সৌন্দর্য দিয়ে নয়, অভিনয় ক্ষমতা দিয়েও তামাম দর্শকদের মাত করেছেন তিনি।

শুধু বলিউড নয়, হলিউডেও সকলে একডাকে চেনেন অভিনেত্রী তথা বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনকে। শুধু রূপ-সৌন্দর্য দিয়ে নয়, অভিনয় ক্ষমতা দিয়েও তামাম দর্শকদের মাত করেছেন তিনি।

স্কুলজীবনেই বিজ্ঞাপনচিত্রের মডেল


স্কুলে পড়ার সময়ই বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ক্যামেরার সামনে দাড়িয়েছিলেন ঐশ্বর্য  রাই বচ্চন। ক্যামলিন পেনসিলের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন।

পড়াশোনা

সব তারকারা পড়াশোনায় ভালো কিন্তু নয়। তবে কিছু কিছু সেলেবরা আছেন, যাঁরা সুন্দর অভিনয় ছাড়াও অনেক দূর লেখাপড়া করেছেন। তাঁদের তালিকায় রয়েছে ঐশ্বর্য রাই। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় চতুর্থ স্থান এবং উচ্চ মাধ্যমিক ৯০ শতাংশ নম্বর নিয়ে পাশ করেছিলেন তিনি। মেডিকেল নিয়ে কিছুদিন পড়াশোনাও করেছিলেন তিনি। তবে এখানেই শেষ নয়। আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করেছেন মিস ইন্ডিয়া।

তারকা হওয়ার আগেই রেখার আশীর্বাদ

তখন মডেলিং জগতে সবেমাত্র যাত্রা শুরু করেছেন ঐশ্বর্য। হঠাৎ একদিন মুম্বাইয়ের একটি মার্কেটে তাঁকে দেখে চিনতে পারেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রেখা। তিনি ঐশ্বর্যর দিকে এগিয়ে গিয়ে তাঁর কাঁধে হাত রাখেন। ঐশ্বর্যর জীবনের মঙ্গল কামনা করেন রেখা। 

প্রেম জীবন

মিস ওয়াল্ড প্রতিযোগিতার জায়গা থেকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। খুব ঠান্ডা মাথায় তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বলিডউ অভিনেতা সালমান খানের সঙ্গে ডেটও করেছিলেন। উমরাও জান সিনেমার শুটিংয়ের সময় তিনি অভিষেক বচ্চনের প্রেমের পড়েন এবং বিয়েও করেন। বর্তমানে তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে। সুখী তারকাদের মধ্যে তাঁরা একজন।

গয়না বিদ্বেষী

ঐশ্বর্যর অন্যতম প্রিয় একটি শখ হলো ঘড়ি সংগ্রহ করা। হরেক রকমের ঘড়ি আছে তাঁর সংগ্রহে। ঘড়ি সংগ্রহের বাতিক থাকলেও, গয়না না কি একদমই পছন্দ করেন না তিনি।

জর্জ ডব্লিউ বুশের মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ


২০০৬ সালে ভারত সফরে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তখন বুশের সঙ্গে মধ্যাহ্নভোজের নিমন্ত্রণ পেয়েছিলেন ঐশ্বর্য।  কিন্তু শুটিংয়ের ব্যস্ততার কারণে লোভনীয় এই সুযোগটি  হারাতে হয়েছিল ঐশ্বর্যকে। তিনি তখন ব্রাজিলে ‘ধুম ২’ ছবির শুটিং করছিলেন।

পড়ুন: হৃতিক রোশনকে কী দেখা যাবে পরিচালকের ভূমিকায়? কী জানালেন বাবা রাকেশ?

দুবাইতে দিনভর ট্রাফিক জ্যাম

ঐশ্বর্য ভারতের সীমানা পেরিয়ে অনেক আগেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও রয়েছে ঐশ্বর্যর প্রচুর ভক্ত। তিনি একবার সাবানের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে দুবাই গিয়েছিলেন। তখন তাঁকে কাছ থেকে একনজর দেখার জন্য ভিড় করতে থাকেন তাঁর ভক্তরা। এই কারণে দুবাই-এর বেশ কয়েকটি রাস্তায় ট্রাফিক জ্যাম হয়ে গেছিল। সেই জ্যাম কাটতে প্রায় পুরো দিন সময় লেগে যায়।

ছবি- ইন্সটাগ্রাম

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version