Home বিনোদন ‘আমি আইন মেনে চলা নাগরিক, সব রকম সহযোগিতা করব’, জেল থেকে বেরিয়ে...

‘আমি আইন মেনে চলা নাগরিক, সব রকম সহযোগিতা করব’, জেল থেকে বেরিয়ে বললেন অল্লু অর্জুন

খবর অনলাইন ডেস্ক: চঞ্চলগুড়া জেলে এক রাত কাটিয়ে বেরিয়ে এলেন তেলুগু ফিল্‌মের সুপারস্টার অল্লু অর্জুন। জেলের বাইরে তাঁর জন্য অপেক্ষা করছিলেন তাঁর স্ত্রী স্নেহা। অর্জুন জেল থেকে বেরোতেই স্নেহা জড়িয়ে ধরেন তাঁকে।

জেল থেকে বেরিয়েই অর্জুন সাংবাদিকদের বলেন, “আমি একজন আইন মেনে চলা নাগরিক, সব রকম সহযোগিতা করব। আমি আরও একবার ওই পরিবারের প্রতি আমার শোক প্রকাশ করছি। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা।”

হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া অভিনেতা অল্লু অর্জুনকে শুক্রবার বিকেলেই অন্তর্বর্তী জামিন দেয় তেলঙ্গানা হাই কোর্ট। আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডের শর্তে জামিন মঞ্জুর করে।

শনিবার সক্কাল থেকেই চঞ্চলগুড়া জেলের বাইরে অপেক্ষা করছিলেন স্নেহা। তাঁর সঙ্গে তাঁদের সন্তানেরাও ছিলেন। অর্জুন জেলের ফটক থেকে বেরোতেই স্নেহা শক্ত করে তাঁকে জড়িয়ে ধরেন। অর্জুনের মুক্তিতে ভীষণ ভাবে আপ্লুত হয়ে পড়েন স্নেহা। শুক্রবার পুলিশ যখন অর্জুনকে নিয়ে যাচ্ছিল তখনও তিনি তাঁর স্ত্রীর গালে চুমু দেন। দৃশ্যতই মানসিক ভাবে খুবই ভেঙে পড়েছিলেন স্নেহা।  

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিনেতা অল্লু অর্জুন-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে হায়দরাবাদ পুলিশ। শুক্রবার সকালে অল্লুকে গ্রেফতার করা হয়। একই দিন সন্ধ্যা থিয়েটারের মালিকসহ আরও দু’জনকে গ্রেফতার করা হয়।

নিম্ন আদালত অল্লুকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল। তবে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবং এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলঙ্গানা হাই কোর্টের দ্বারস্থ হন অল্লু। বিচারপতি জে শ্রীদেবীর বেঞ্চ সেই আবেদনে সাড়া দিয়ে অল্লু অর্জুনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। বাকি অভিযুক্তদেরও জামিন দেয় হাই কোর্ট।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version